শনিবার, ০৭ সেপ্টেম্বর, ২০২৪
23 Nov 2024 02:36 pm
৭১ভিশন ডেস্ক:- আইনিভাবেই গাঁজা চাষ হবে ভারতের হিমাচল প্রদেশে। শুক্রবার এই নিয়ে প্রস্তাব পাস হয়েছে রাজ্য বিধানসভায়। দেশটির গণমাধ্যম আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদন অনুসারে, বিধানসভার কমিটি সুপারিশ করে একটি প্রতিবেদন দিয়েছিল।
তাতে চিকিৎসা ও শিল্পক্ষেত্রের প্রয়োজনে গাঁজা চাষের প্রস্তাবও দেওয়া হয়েছিল। তার পরই এই প্রস্তাব পাস করা হলো বিধানসভায়।
হিমাচলের রাজস্বমন্ত্রী জগৎ সিং নেগি ওই কমিটির শীর্ষে ছিলেন। তিনি গাঁজা চাষের সুবিধা নিয়ে বিস্তারিত জানিয়েছেন।
শাসক ও বিরোধী—উভয় দলের বিধায়করাই এতে সমর্থন জানিয়েছেন বলেও জানান তিনি।
মন্ত্রী বলেন, ‘হিমাচলের প্রতি জেলায় গিয়ে মানুষের সঙ্গে কথা বলেছেন কমিটির সদস্যরা। গাঁজা কিভাবে চিকিৎসা ও শিল্পের ক্ষেত্রে ব্যবহার করা হতে পারে, তা নিয়েও আলোচনা হয়েছে। জম্মু ও কাশ্মীর, উত্তরাখণ্ড, মধ্য প্রদেশের সফল মডেল নিয়েও আলোচনা হয়েছে।
তার পরই আইনিভাবে গাঁজা চাষের প্রস্তাব দেওয়া হয়েছে।’রাজস্বমন্ত্রী আরো জানান, গাঁজা চাষে খুব বেশি পানির প্রয়োজন হয় না। তাই নতুন করে পানি খরচের সম্ভাবনা নেই। ক্ষয়ক্ষতিও কম হয়। উৎপাদিত গাঁজা যাতে চিকিৎসা ও শিল্প ক্ষেত্র ছাড়া অন্য কোনো কাজে ব্যবহার না করা হয়, সেদিকেও কড়া নজর রাখবে সরকার।
মাদকাসক্তিকে কোনোভাবেই উসকে দেবে না এই গাঁজা চাষ, তা-ও স্পষ্ট করেছেন রাজ্যের মন্ত্রী।
কালের কণ্ঠের