শনিবার, ০৭ সেপ্টেম্বর, ২০২৪
11 Nov 2024 03:50 am
৭১ভিশন ডেস্ক:- বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিতে নিহত রিকশাচালক শহীদ সাগরের পরিবারকে সমবেদনা জানিয়েছে ‘আমরা বিএনপি পরিবার’।
গতকাল শুক্রবার বিকেলে রাজধানীর রামপুরার মৌলভীটেক এলাকায় সাগরের বাসায় শোকাহত পরিবারের সঙ্গে দেখা করে ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধিদল। প্রতিনিধিদলে ছিলেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী, ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা প্রকৌশলী আশরাফ উদ্দিন বকুল, সংগঠনটির আহ্বায়ক জ্যেষ্ঠ সাংবাদিক আতিকুর রহমান রুমন, সদস্যসচিব মোকছেদুল মোমিন মিথুন, সদস্য মাসুদ রানা লিটন, শাকিল আহাম্মেদ, ফরহাদ আলী সজীব, রুবেল আমিন, শাহাদাত হোসেন।
এ সময় রুহুল কবীর রিজভী বলেন, ‘দরিদ্র রিকশাচালক সাগরদের রক্তের বিনিময়ে স্বৈরাচারের পতন হয়েছে।
তাদের কারণে আজ আমরা মুক্ত, স্বাধীন স্বাভাবিকভাবে কথা বলতে পারছি। তাদের স্মরণ রাখার জন্য আমাদের দল যদি নির্বাচিত হয়ে রাষ্ট্রক্ষমতায় যায়, তখন সব শহীদের মর্যাদা রক্ষায় যথার্থ পদক্ষেপ নেওয়া হবে।’
বিএনপির যুগ্ম মহাসচিব আরো বলেন, বিএনপি সব সময় আন্দোলনে শহীদ ও নির্যাতিত পরিবারের পাশে থাকবে এবং তাদের সব দায়িত্ব নেবে।
এ সময় শহীদ সাগরের মা-বাবা কান্নায় ভেঙে পড়েন এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর পক্ষ থেকে খোঁজখবর নেওয়ার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা জানান।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সংসদের সহসভাপতি জাহিদ হোসেন, স্বেচ্ছাসেবক দলের সাবেক কেন্দ্রীয় নেতা আরিফুর রহমান তুষার, রিকশা শ্রমিক নেতা মন্টু, সাবেক ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসভাপতি তৌহিদ আওয়াল, ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক মো. হাসনাইন নাহিয়ান সজীব, সহসাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান রনি, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক নুর হোসেন, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ সভাপতি শরিফুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহসাংঠনিক সম্পাদক রুবেল পারভেজ, আফজাল, মিন্টু প্রমুখ।
কালের কণ্ঠের