শুক্রবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৪
25 Nov 2024 04:22 am
প্রেস বিজ্ঞপ্তি:-বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও আহতদের প্রতি সম্মান প্রদর্শন করে অন্তর্বর্তীকালীন সরকারের ১০০ দিন অর্থাৎ আগামী ২০ নভেম্বর পর্যন্ত গণ শোক হিসাবে ঘোষণার দাবি জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ও নিহত পরিবার কল্যাণ পরিষদের আহ্বায়ক হারুনূর রশিদ।
৫ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সংবাদ মাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি বলেন, ছাত্র—জনতার রক্তের দাগ এখনো শুকায়নি। আহতদের অনেকেই এখনো শহীদ হচ্ছেন।
এখনো পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্রকে গুছিয়ে আনতে পারেনি।এ অবস্থায় একের পর দাবি নিয়ে বিভিন্ন গোষ্ঠী সচিবালয়, প্রধান উপদেষ্টার কার্যালয়/বাসভবন সহ বিভিন্ন রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা অবরোধ করে অন্তর্বর্তীকালীন সরকারের দৈনন্দিন কার্যক্রমে বাধার সৃষ্টি করছেন। এসব গোষ্ঠীর কখনোই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয় ছিলেন না।
অথচ দাবি আদায়ের নামে দেশের অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছেন। তাই ২০ নভেম্বর পর্যন্ত গণ শোক ঘোষণা করে এ সময় পর্যন্ত কোন অপশক্তিকে সভা—সমাবেশ না করতে দেয়ার আহ্বান জানাচ্ছি।প্রয়োজনে তারা লিখিত ভাবে সরকারকে তাদের দাবি দাওয়া জানাতে পারে।
সংবাদ প্রেরক,(হারুনূর রশিদ)আহবায়ক,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ও নিহত পরিবার কল্যাণ পরিষদ