শনিবার, ৩১ আগস্ট, ২০২৪
15 Nov 2024 02:04 am
শাহ্ আলী বাচ্চু স্টাফ রিপোর্টার জামালপুর:-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ময়মনসিংহ বিভাগের নেতাকর্মীদের নিয়ে ভিডিও কনফারেন্স চলাকালীন সময়ে জামালপুর দু'গ্রুপে সংঘর্ষে গাড়ি ভাংচুরসহ ৩০জন আহত হয়েছে। আহতরা বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন।
৩১আগষ্ট শনিবার জামালপুর শহরের দেওয়ানপাডা স্টার কমিউনিটি সেন্টারে বিকেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ময়মনসিংহ বিভাগের নেতাকর্মীদের নিয়ে ভিডিও কনফারেন্স ছিল।কনফারেন্স চলাকালীন সময়ে
সকল নেতাকর্মী কনফারেন্স রুমের ভিতরে থাকায় নিলুফার চৌধুরী মণির সমর্থিত গ্রুপের নেতাকর্মীরা এসে স্থানীয় দেওয়ানপাডা স্টার কমিউনিটি সেন্টারে অতর্কিত ভাবে আক্রমণ করে গাড়ি ভাংচুর করে।এই সংবাদ কনফারেন্স রুমে থাকা নেতাকর্মীদের মধ্যে জানাজানি হলে দু'গ্রুপের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়।দু"ঘন্টা ব্যাপী সংঘর্ষে দু'গ্রুপের ৩০ জন আহত হয়ছে। পরে পুলিশ এসে দু'পক্ষের মধ্যে সংঘর্ষ নিয়ন্ত্রণে নিয়ে আসে।
যুবদল নেতা নুর ইসলাম বলেন,আমরা তৃণমূল নেতাকমী মামুন ভাইয়ের নির্দেশে ১৭ বছর রাজনীতি করে পুলিশের হাতে হাতে নাজপহাল হয়ে এমনকি পুলিশের ভয়ে বাড়িতে একরাতও শান্তিতে ঘুমাতে পার পারিনাই।আমাদের জামালপুরের বিএনপির নেতা এডভোকেট শাহ ওয়ারেছ আলী মামুন র্দূদিনে ১৭ বছর আমাদের পাশে আছিলেন এখনো আছেন।
জামালপুরের বিএনপির রাজনীতিতে সাবেক এমপি নিলুফার চৌধুরী মনি ১৭ বছর কোথায় ছিল।?।স্বৈরাচার হঠাও আন্দোলন করতে গিয়ে মামলা হামলা মাথায় নিয়ে জামালপুরে ১৭ বছর রাজপথে ছিলেন এডভোকেট শাহ ওয়ারেছ আলী মামুন।আর এখন জামালপুরের রাজনীতিতে পানি ঘোলা করতে চায়।তিনি আরও বলেন, ম্যাডাম টিভিতে টক শো নিয়ে থাকাটা ভাল ছিল। জামালপুর বিএনপির রাজনীতিতে এসে গ্রুপিং করা ঠিক হয়নিনা মনে করেন বিএনপির তৃণমূল নেতাকর্মীরা।