বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪
21 Jul 2025 05:17 pm
![]() |
৭১ভিশন ডেস্ক:- দর্শককে ঘুষি মেরে ৫ ম্যাচ নিষিদ্ধ হয়েছেন দারউইন নুনেজ। কোপা আমেরিকার সেমিফাইনাল ম্যাচ শেষে কলম্বিয়ার সমর্থকদের সঙ্গে মারামারিতে জড়ানোর শাস্তি পেয়েছেন উরুগুয়ের স্ট্রাইকার। নুনেজকে এই শাস্তি দিয়েছে দক্ষিণ আমেরিকার ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা কনমেবল।
উরুগুয়ের হয়ে শুধু ৫ ম্যাচ নিষিদ্ধ হয়েই পার পাননি নুনেজ সঙ্গে বাংলাদেশি মুদ্রায় ২৩ লাখ ৮২ হাজার টাকাও গুণতে হবে লিভারপুলের স্ট্রাইকারকে।
শুধু নুনেজ নন, কলম্বিয়ার বিপক্ষে উরুগুয়ের শুরুর একাদশের আরো ৪ ফুটবলার নিষেধাজ্ঞা পেয়েছেন। এর বাইরে ১১ জন ফুটবলারকে জরিমানা করেছে কনমেবল।
আরো পড়ুন: খেলা শেষে মারামারিতে জড়িয়েছে উরুগুয়ের খেলোয়াড় ও কলম্বিয়ার সমর্থকরা
সেই চার জনের একজন হচ্ছেন রদ্রিগো বেনতাঙ্কুর। ২৭ বছর বয়সী টটেনহামের মিডফিল্ডার ৪ ম্যাচ নিষিদ্ধ হয়েছেন।
বাকি তিন জন ৩ ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন। তারা হচ্ছেন-নাপোলির ডিফেন্ডার ম্যাথিয়াস অলিভিয়েরা, বার্সেলোনার ডিফেন্ডার রোনাল্ড আরাউহো এবং আতলেতিকো মাদ্রিদের ডিফেন্ডার হোসে মারিয়া হিমিনেজ।
আরো পড়ুন: গ্যালারিতে হাতাহাতির ঘটনা তদন্ত করছে কনমেবল
কলম্বিয়ার বিপক্ষে সেদিন ১-০ গোলে হেরে যায় উরুগুয়ে। ম্যাচ হেরে যখন খেলোয়াড়েরা হতাশ ছিলেন ঠিক তখনই জানতে পারেন যে কলম্বিয়ার কিছু সমর্থক গ্যালারিতে থাকা উরুগুয়ের খেলোয়াড়দের পরিবারের উপর আক্রমণ করেন।
শোনার পর তাই পরিবারের সদস্যদের রক্ষা করার জন্য গ্যালারিতে গিয়েছিলেন বলে ঘটনার পরে জানিয়েছিলেন দলটির ডিফেন্ডার হিমিনেজ। ৫ ফুটবলারের নিষেধাজ্ঞা নিশ্চিতভাবেই উরুগুয়ের জন্য বড় ধাক্কা হলো।