বুধবার, ২৮ আগস্ট, ২০২৪
23 Nov 2024 02:25 pm
প্রেস বিজ্ঞপ্তি:-জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা সভাপতি বীরমুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান বলেছেন, নিপীড়িত জনগণের সব আন্দোলন সংগ্রামে প্রেরণা ছিলেন কবি কাজী নজরুল ইসলাম। তিনি ছিলেন বাঙ্গালীর অনুপ্রেরণা আলো। তার সেই চেতনার আলোকেই বাংলাদেশকে গড়ে তোলার চেষ্টা চলছে।
আজ মঙ্গলবার সকালে কবির ৪৮ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মাজারে দোয়া ও মোনাজাত শেষে এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আমাদের ভাষা আন্দোলন থেকে শুরু করে বাংলাদেশের মুক্তি সংগ্রামে নজরুলের কবিতা ও গান প্রেরণার উৎসমূল ও শাণিত তরবারি হিসেবে ভূমিকা পালন করেছে।
তিনি বলেন, শুধু ব্রিটিশ শাসন—শোষণের বিরুদ্ধে নয়, পাকিস্তানি শাসন—শোষণের বিরুদ্ধে তার কবিতা ও গান পূর্ব বাংলার জনমানুষকে একটির পর একটি ন্যায্য আন্দোলন, সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে অনুপ্রাণিত ও উৎসাহিত করেছিল।
জাগপার সাধারণ সম্পাদক এস এম শাহাদাত বলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সংগ্রামী কবিতা, গান, আমাদের সবসময় অনুপ্রেরণা জোগায়।
এ সময় উপস্থিত ছিলেন জাগপার সাধারণ সম্পাদক এস এম শাহাদাত, যুগ্ম সাধারণ সম্পাদক ডা.আওলাদ হোসেন শিল্পী, সাইফুল আলম, জাগপা নগর সভাপতি মোহাম্মদ হোসেন মোবারক, যুব জাগপার সভাপতি মীর আমির হোসেন আমু, শ্রমিক জাগপার আহ্বায়ক আবু সুফিয়ান, যুব নেতা শান্ত প্রমুখ।
বার্তা প্রেরক,(গোলাম মোস্তফা শাহজাদা)দপ্তর সম্পাদক, জাগপা