মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪
21 Jul 2025 02:27 pm
![]() |
৭১ভিশন ডেস্ক:-ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গতকাল সোমবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে টেলিফোন আলাপে হিন্দুদের নিরাপত্তাসহ বাংলাদেশের পরিস্থিতির বিষয় তুলে ধরেছেন। তাঁদের কথোপকথনে বিভিন্ন সমকালীন বৈশ্বিক সমস্যা উঠে আসে।
ভারতের প্রধানমন্ত্রী সামাজিক যোগাযোগের প্ল্যাটফরম ‘এক্স’-এ লিখেছেন, তিনি মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে ইউক্রেনের পরিস্থিতিসহ বিভিন্ন আঞ্চলিক ও বৈশ্বিক ইস্যু নিয়ে বিশদ মতবিনিময় করেছেন। তাঁরা বাংলাদেশের পরিস্থিতি নিয়েও আলোচনা করেছেন এবং সেখানে দ্রুত স্বাভাবিকতা ফিরে আসার প্রয়োজনীয়তা ও সংখ্যালঘু বিশেষ করে হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করার ওপর জোর দিয়েছেন।
নরেন্দ্র মোদি মার্কিন প্রেসিডেন্টকে তাঁর সদ্য অনুষ্ঠিত ইউক্রেন সফর সম্পর্কে অবহিত করেন। তিনি সংলাপ ও কূটনীতির পক্ষে ভারতের অবস্থান এবং কোয়াডসহ বহুপক্ষীয় ফোরামে সহযোগিতা আরো জোরদার করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকার এরই মধ্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতি পুনরুদ্ধার এবং সংখ্যালঘুদের সুরক্ষা দেওয়ার ব্যাপারে আন্তর্জাতিক মহলকে আশ্বস্ত করেছে। সূত্র : হিন্দুস্থান টাইমস, এনডিটিভি
কালের কণ্ঠের