শনিবার, ২৪ আগস্ট, ২০২৪
24 Nov 2024 04:18 pm
৭১ভিশন ডেস্ক:- নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে অনলাইন সার্টিফিকেট কোর্স চালু করেছে বাংলাদেশ মহিলা পরিষদ। আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আজ শনিবার এই কোর্সের ১৪তম ব্যাচের উদ্বোধন করবে প্রতিষ্ঠানটি। প্রতি সপ্তাহে বৃহস্পতি ও শনিবার বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত কোর্সটির ক্লাস পরিচালিত হবে।
শুক্রবার বাংলাদেশ মহিলা পরিষদের পক্ষে গণমাধ্যমে পাঠানো প্রতিষ্ঠানটির সাধারণ সম্পাদক মালেকা বানুর এক চিঠিতে এসব তথ্য জানানো হয়।
চিঠিতে বলা হয়, বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় প্রশিক্ষণ, গবেষণা ও পাঠাগার উপপরিষদের উদ্যোগে ‘জেন্ডার, নারীর ক্ষমতায়ন ও উন্নয়ন’ বিষয়ক অনলাইন সার্টিফিকেট কোর্সের ১৪তম ব্যাচের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কোর্সটি তিন মাসে মোট ৪৮টি ক্লাসের মধ্য দিয়ে সম্পন্ন করা হবে। সার্টিফিকেট কোর্সে সরকারি, বেসরকারি ও উন্নয়ন সংস্থার কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেবেন।
মহিলা পরিষদের পক্ষ থেকে জানানো হয়, এবারের অনলাইন সার্টিফিকেট কোর্সে শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, অর্থনীতিবিদ, বিশিষ্ট আইনবিদ, বিশিষ্ট মানবাধিকার নেত্রী এবং মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির নেতৃস্থানীয়রা।
আয়োজকরা জানান, উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম। স্বাগত বক্তব্য দেবেন সংগঠনের সাধারণ সম্পাদক মালেকা বানু। কোর্স কারিকুলাম সম্পর্কে বক্তব্য দেবেন কোর্স পরিচালক ও সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক সীমা মোসলেম।
কালের কণ্ঠের