রবিবার, ১৮ আগস্ট, ২০২৪
25 Nov 2024 06:09 am
৭১ভিশন ডেস্ক:- রাজধানীর মোহাম্মদপুরের দু’টি বাসা থেকে বিপুল পরিমাণে দেশি-বিদেশি মুদ্রাসহ তিন কোটি টাকা উদ্ধারের ঘটনায় অভিযুক্ত সাবেক সচিব শাহ কামাল গ্রেপ্তার করা হয়েছে।শনিবার (১৭ আগস্ট) রাতে পুলিশ সদর দপ্তর সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্র জানায়,শাহ কামাল ভারতে পালিয়ে যাওয়ার জন্য মহাখালীতে একটি বাসায় অবস্থান করছিলেন। সেখানে কালো গ্লাসের একটি গাড়ি রাখা ছিল।আটকের পর শাহ কামালকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দায় বিভাগে (ডিবি) নেওয়া হচ্ছে।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মো. শাহ কামাল। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর মোহাম্মদপুরের বাবর রোডে তার বাসায় অভিযান চালিয়ে নগদ ৩ কোটির বেশি টাকা এবং ১০ লাখ টাকার সমমূল্যের বিদেশি মুদ্রা উদ্ধার করে পুলিশ।
শনিবার তার নিজ জেলা চাঁদপুরে একটি পাঁচতলা বাড়িসহ সম্পত্তির সন্ধান পাওয়া গেছে। চাঁদপুর শহরের বন বিভাগ সড়কের খলিশাডুলি গ্রামে ১০ ইউনিটের পাঁচতলা ভবনসহ তার সম্পত্তির পরিমাণ প্রায় ৪০ শতাংশ।