মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪
03 Aug 2025 04:54 am
![]() |
৭১ভিশন ডেস্ক:- প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।গতকাল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন সেনাপ্রধান।
এ সময় দেশের আইন-শৃঙ্খলা রক্ষা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতিতে সন্তোষ প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। এ ছাড়া পরিস্থিতির উন্নতিতে সেনাবাহিনীর সক্রিয় ভূমিকার প্রশংসা করেন তিনি।
প্রধান উপদেষ্টার কার্যালয়ের মুখপাত্র এ তথ্য জানান।পরে বিকেলে সুধীসমাজের নেতাদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। সুধীসমাজের নেতাদের মধ্যে ছিলেন সাবেক মন্ত্রিপরিষদসচিব আলী ইমাম মজুমদার, বিশিষ্ট অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন মাহমুদ এবং সেন্টার ফর পলিসি ডায়ালগের বিশিষ্ট ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য। সূত্র: বাসস