সোমবার, ১২ আগস্ট, ২০২৪
22 Nov 2024 12:24 pm
৭১ভিশন ডেস্ক:- সদ্য সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশ ছাড়তে চাননি। ওই অবস্থায় তিনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়া যেতে চেয়েছিলেন।কিন্তু তাঁকে জোর করে বিদেশে পাঠানো হয়।রবিবার গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জি এম সাহাব উদ্দিন আজম এসব কথা বলেন।
সাহাব উদ্দিন আজম বলেন, রান্নাঘর থেকে উঠে এসে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হননি।তিনি বঙ্গবন্ধুর কন্যা।তিনি দেশ ছেড়ে পালাতে রাজনীতিতে আসেননি।সহিংসতার মধ্যে তাঁকে বিদেশ যেতে বলা হয়।
কিন্তু তিনি টুঙ্গিপাড়া আসতে চেয়েছিলেন। তাঁকে টুঙ্গিপাড়া আসতে দেওয়া হয়নি।তিনি আরো বলেন, আমাদের নেত্রী শেখ হাসিনা দ্রুত দেশে ফিরে আসবেন।উনি শুধু রক্তপাত বন্ধ করতে দেশ ছাড়তে রাজি হয়েছেন।
১৫ আগস্ট প্রসঙ্গে শেখ হাসিনা নির্দেশনা দিয়েছেন উল্লেখ করে সাহাব উদ্দিন আজম বলেন,নেত্রীর সঙ্গে গতকাল (শনিবার) কথা হয়েছে, আজও (রবিবার) হয়েছে।তিনি জাতীয় শোক দিবস পালনের নির্দেশনা দিয়েছেন।গোপালগঞ্জ থেকে কাউকে ঢাকা যেতে বলা হয়নি।আমরা গোপালগঞ্জেই থাকব।ঢাকা ও আশপাশের জেলা থেকে ৩২ নম্বরে যেতে বলা হয়েছে।
কালের কণ্ঠের