রবিবার, ১১ আগস্ট, ২০২৪
23 Nov 2024 08:18 am
৭১ভিশন ডেস্ক:- শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটের নাম পরিবর্তন করা হচ্ছে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। তিনি জানান, শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটের নাম পরিবর্তন করে বাংলাদেশ জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট করা হচ্ছে।
রবিবার (১১ আগস্ট) সাংবাদিকদের এ তথ্য জানান এই উপদেষ্টা।
উপদেষ্টা আসিফ বলেন, ‘কঠিন চ্যালেঞ্জ পাড় করছি।
ল অ্যান্ড অর্ডার পরিস্থিতির জন্য নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ হুমকির মুখে আছে।’
শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটের নাম বদলের কাজ চলছে জানিয়ে এই উপদেষ্টা বলেন, এরই মধ্যে নাম পরিবর্তনের কাজ শুরু হয়েছে। নতুন নাম হবে বাংলাদেশ জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই অন্যতম সমন্বয়ক গতকাল শনিবার একটি জাতীয় দৈনিকের সঙ্গে আলাপে বলেন, ‘আমি এখন থেকেই তৎপরতা শুরু করেছি।
আশা করি, এটা (নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ) বাংলাদেশের বাইরে যাবে না। দেশ গঠনের সময়ে যদি এ রকম কিছু ঘটে, তাহলে সেটা আমাদের ভাবমূর্তির জন্য খুবই ক্ষতিকর হবে।’
কালের কণ্ঠ