রবিবার, ২৮ জুলাই, ২০২৪
25 Nov 2024 04:26 am
৭১ভিশন ডেস্ক:- কোটা সংস্কার আন্দোলন ঘিরে সারা দেশে পুলিশের ওপর হামলা,স্থাপনা ভাঙচুর, সরকারি কাজে বাধা দেওয়াসহ সহিংসতার অভিযোগে গত আট দিনে ছয় হাজারের বেশি সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে।গতকাল শনিবার ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় করা পাঁচ শতাধিক মামলায় তাদের গ্রেপ্তার করা হয়।পুলিশ সূত্র এ তথ্য জানিয়েছে।
এদিকে কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফরম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আরো দুই সমন্বয়ককে ব্যক্তিগত নিরাপত্তা দিতে গতকাল হেফাজতে নিয়েছে ডিবি।
তাঁরা হলেন সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহ।
পুলিশ ও বিভিন্ন সূত্র বলেছে, এ পর্যন্ত যাঁদের গ্রেপ্তার করা হয়েছে, তাঁদের বেশির ভাগ বিএনপি ও জামায়াত-শিবিরের নেতাকর্মী। গ্রেপ্তারকৃতদের বেশির ভাগ ব্যক্তিকে দেশের বিভিন্ন কারাগারে পাঠানো হয়েছে। অনেককে রিমান্ডে এনে চলছে জিজ্ঞাসাবাদ।
এসব ঘটনায় জড়িতদের মধ্যে দল দুটির আরো অনেক নেতাকর্মী আছেন। তাঁদেরও গ্রেপ্তারে সারা দেশে সাঁড়াশি অভিযান চলছে।
ঢাকায় দুই হাজার ৫৩৬ জন গ্রেপ্তার
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সূত্র জানায়, এ পর্যন্ত ঢাকায় ২০৯টি মামলায় দুই হাজার ৫৩৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সারা দেশে গ্রেপ্তার এটাই সর্বোচ্চ।
এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে গ্রেপ্তার করা হয়েছে ২৫২ জনকে।
ঢাকার বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান অব্যাহত রেখেছে পুলিশ।গতকাল বিকেলে ধানমণ্ডির সাতমসজিদ রোডসংলগ্ন ৫/এ অবসর ভবনে একটি বাসায় ছাত্রশিবিরের আস্তানায় অভিযান চালায় ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)। এ ছাড়া ঢাকার আটটি ক্রাইম বিভাগের সব থানায় সন্দেহভাজনদের গ্রেপ্তারে অভিযান চলছে।
সিটিটিসি সূত্র জানায়, গোয়েন্দা নজরদারির ভিত্তিতে ধানমণ্ডির ওই আস্তানার সন্ধান মিলেছে।
অভিযানে নেতৃত্ব দেওয়া সিটিটিসির ডিসি মিশুক চাকমা বলেন, ভবনটি ঘিরে অভিযান পরিচালনা করা হচ্ছে। ওই ভবন থেকে তিনজনকে আটক করা হয়েছে।এ সময় দেশীয় অস্ত্র, ককটেল ও বিস্ফোরক জব্দ করা হয়েছে।অন্যদিকে পুলিশ সদর দপ্তর সূত্রে জানা যায়, নাশকতা সৃষ্টিকারীরা থানা, ফাঁড়ি, পুলিশের অফিস, ট্রাফিক বক্স, গাড়ির গ্যারেজসহ ২৩৫টি স্থাপনায় অগ্নিসংযোগ করে ভাঙচুর চালিয়েছে। এসব ঘটনায় সারা দেশের বিভিন্ন থানায় করা মামলায় আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
র্যাবের অভিযানে আরো ২৯০ গ্রেপ্তার
সারা দেশে র্যাবের চলমান অভিযানে গত ২৪ ঘণ্টায় ২৯০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল র্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক আ ন ম ইমরান খান এ তথ্য দেন।
তিনি বলেন, নাশকতার অভিযোগে গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৭১ এবং ঢাকার বাইরে ২১৯ জনসহ সারা দেশে ২৯০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বিএনপি নেতা এ্যানি সাত দিনের রিমান্ডে
রামপুরায় বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ভবনে আগুন ও ভাঙচুরের মামলায় গ্রেপ্তার বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানিসহ তিনজনের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল বিকেলে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত (সিএমএম) এ আদেশ দেন। শহীদ উদ্দীন চৌধুরীর আইনজীবী তাহেরুল ইসলাম সাংবাদিকদের এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
এর আগে ডিএমপির গোয়েন্দা শাখা ডিবি শহীদ উদ্দীন চৌধুরীকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে। এ সময় তাঁর আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন।
নুরকে ৪ লাখ টাকা দিয়েছেন এক নেতা : ডিবি
কোটা আন্দোলন ঘিরে সহিংসতার জেরে গ্রেপ্তার গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরকে রিমান্ডে নেওয়ার পর অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার কথা জানিয়েছে ডিবি।
গতকাল দুপুরে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য দেন ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ। তিনি বলেন, ‘তাঁর কাছ থেকে অনেক তথ্য পেয়েছি। সেসব যাচাই-বাছাই চলছে। নুর একটা কথা স্বীকার করেছেন, আন্দোলন চলাকালে একজন নেতা তাঁকে চার লাখ টাকা দিয়েছেন। আমরা সেই নেতাকেও নিয়ে এসেছি।’
তিনি বলেন, ‘ওই নেতাও চার লাখ টাকা নুরকে দিয়েছেন বলে স্বীকার করেছেন। সেসব বিষয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’
কোটা আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে ডিজিটাল যোগাযোগের তথ্য পাওয়া গেছে জানিয়ে তিনি বলেন, সে তথ্য যাচাই চলছে।
আটককৃতরা মূলত তারেকের (কেন্দ্রীয় যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক বিল্লাল হোসেন তারেক) নির্দেশনা ও নেতৃত্বে রাজধানীর বিটিভি ভবন, মেট্রো রেলের কাজীপাড়া ও মিরপুর-১০ স্টেশনসহ রামপুরা, বাড্ডা, মিরপুরে বিভিন্ন স্থানে নাশকতা ও অগ্নিসংযোগ করে।
নিরাপত্তা ও জিজ্ঞাসাবাদের জন্য তিন সমন্বয়ক ডিবি হেফাজতে
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন সমন্বয়ক আসিফ মাহমুদ, নাহিদ ইসলাম ও আবু বাকের মজুমদারকে নিরাপত্তাজনিত কারণে এবং জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে বলে জানান অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ।
ডিবিপ্রধান বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক নাহিদ ইসলাম এবং অন্য দুই সমন্বয়ক আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদারকে আমরা শুক্রবার রাতে নিয়ে এসেছি। তাঁরা বিভিন্ন জায়গা, ফেসবুকে নিরাপত্তাহীনতার কথা বলছিলেন। তাঁদের একজনের বাবাও নিরাপত্তাহীনতার কথা বিভিন্ন জায়গা বলেছেন। আমরা মনে করি, আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী হিসেবে কেউ যদি কোথাও নিরাপত্তাহীনতার কথা বলে, আমাদের দায়িত্ব তাদের নিরাপত্তা দেওয়া। তাঁদের ক্ষেত্রে আমরা সেটাই করছি।’
ডিবিপ্রধান বলেন, ‘গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ কয়েকজন নেতাকে আমরা রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করেছি। তাঁরা বলেছেন, সমন্বয়কদের সঙ্গে তাঁদের কথা হয়েছে। অন্য নেতাদের সঙ্গে তাঁদের কী কথা হয়েছে, এগুলো জানার জন্য আমরা তাঁদের কিছু জিজ্ঞাসাবাদ করব। পাশাপাশি তাঁদের নিরাপত্তা দেব।’
হারুন বলেন, ‘নাহিদ, আসিফ ও বাকেরের সঙ্গে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর এবং জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের মধ্যে কথা হয়েছে। তাঁদের মধ্যে কী কথা হয়েছে—এটা আমাদের জানা দরকার।’
আরো দুই সমন্বয়ক ডিবি হেফাজতে
গতকাল সন্ধ্যায় সারজিস ও হাসনাতকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডিবির অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মো. জুনায়েদ আলম সরকার। তিনি বলেন, রাতে সারজিস ও হাসনাতকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে। এই দুজনকেও ব্যক্তিগত নিরাপত্তা দিতে ও সাম্প্রতিক ঘটনাবলি সম্পর্কে তথ্য জানতে হেফাজতে নেওয়া হয়েছে।
বর্তমানে ডিবির হেফাজতে থাকা কোটা সংস্কার আন্দোলনের এই পাঁচ সমন্বয়কই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তাঁদের মধ্যে নাহিদ ইসলাম সমাজবিজ্ঞান বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ছাত্র। আসিফ মাহমুদ ভাষাবিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের আর আবু বাকের ভূতত্ত্ব বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ছাত্র। নতুন করে হেফাজতে নেওয়া সারজিস আলম প্রাণিবিদ্যা বিভাগের আর হাসনাত আবদুল্লাহ ইংরেজি বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ছাত্র।
তিন সমন্বয়কের খোঁজে ডিবি কার্যালয়ে ১২ শিক্ষক
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন সমন্বয়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদারের খোঁজ নিতে ডিবি কার্যালয়ে গিয়েছিল বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের ১২ শিক্ষকের একটি প্রতিনিধিদল। তবে ‘ব্যস্ততার কারণে’ তাঁদের সঙ্গে দেখা করেননি ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদ।
জানা গেছে, গতকাল বিকেল ৪টায় ডিবি কার্যালয়ে যান বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের ১২ জনের প্রতিনিধিদল। সেখানে ২০ মিনিটের মতো তারা অবস্থান করে। পরে সেখান থেকে ফিরে যায়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক গীতি আরা নাসরিন সাংবাদিকদের জানান, ‘বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের পক্ষে উদ্বিগ্ন হয়ে আমরা সেখানে যাই। মিডিয়া থেকে আমরা জেনেছি আমাদের বিশ্ববিদ্যালয়ের তিনজন ছাত্রকে হাসপাতাল থেকে ‘অধিকতর নিরাপত্তার’ জন্য এখানে নিয়ে এসেছে। হাসপাতাল থেকে কেন এখানে আনা হলো, সেই খবর নিতেই আমরা এসেছি, একদমই স্বতঃস্ফূর্তভাবে আমরা খবর পেয়ে চলে এসেছি’, বলে জানান তিনি।
সারা দেশে অভিযান
পুলিশ নাশকতায় জড়িতদের গ্রেপ্তারে গতকাল সারা দেশে অভিযান চালায়। এর মধ্যে চট্টগ্রামে ১৯ মামলায় নতুন ২৭ জনসহ ৪৭৬ জন গ্রেপ্তার হয়েছে। কক্সবাজারে ছয়টি মামলায় নতুন সাতজনসহ ৬৩ জন, নীলফামারীতে ৬৪ জন ও টাঙ্গাইলে ১১ মামলায় ১৭৯ জন গ্রেপ্তার হয়েছে। এ ছাড়া অন্যান্য জেলায়ও আরো কয়েক শ লোকজনকে গ্রেপ্তারের তথ্য পাওয়া গেছে।
পিবিআইয়ের আড়াই কোটি টাকার মালামাল লুট-ভাঙচুর
সংঘর্ষের সময় বনশ্রী পিবিআই অফিসে হামলা করে দুর্বৃত্তরা টিভি, ল্যাপটপ, ডেক্সটপ, ইউপিএস, প্রিন্টার, সিপিইউ, সিসিটিভি মনিটরসহ সরকারি ও ব্যক্তিগত মালামাল ভাঙচুর ও লুট করে নিয়ে যায়। এ ছাড়া দুষ্কৃতকারীরা অফিসের বিভিন্ন জিনিসের ক্ষতিসাধন করে। এতে আনুমানিক দুই কোটি ৬০ লাখ টাকার ক্ষতি হয়েছে। গত ১৯ জুলাই এসব ঘটনা ঘটে বলে ২৩ জুলাই খিলগাঁও থানায় করা মামলায় উল্লেখ করা হয়েছে।
কালের কণ্ঠ