রবিবার, ২৮ জুলাই, ২০২৪
03 Dec 2024 11:41 pm
বর্তমান সরকারের বিরুদ্ধে জনরোষ ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে।কোটা বিরোধী ছাত্র আন্দোলনে সাধারণ মানুষের জনসমর্থন দেখে ক্ষমতাসীন দলের বহু লোক হতবাক হয়ে গেছেন।ধারণা করা গিয়েছিল- ছাত্রদের দাবি মেনে নিলে আন্দোলন শেষ হয়ে যাবে।কিন্তু এখন দেখা যাচ্ছে-তাদের দাবি একের পর এক বৃদ্ধি পাচ্ছে।এটার জন্য অনেকে সরকার প্রধানের অতিকথনকে দায়ী করছেন।প্রধানমন্ত্রী চীন সফর শেষে এসে সাংবাদিক সম্মেলনে বলেন- তাদের মুক্তিযোদ্ধাদের প্রতি এতো রাগ কেন! মুক্তিযোদ্ধাদের নাতি-নাতনীরা চাকরি পাবে না তো রাজাকারের নাতি-নাতনীরা চাকরি পাবে! এ কথার পর মধ্যরাতে ছাত্ররা বের হয়ে আসে শ্লোগান দেয় - তুমি কে, আমি কে,রাজাকার,রাজাকার।কে বলেছে, কে বলেছে, স্বৈরাচার, স্বৈরাচার।তারপর ছাত্রলীগের হেলমেট বাহিনী আন্দোলনকারী ছাত্রদের মারধর করলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। মৃত্যু ঘটে ৯ জন ছাত্রের।এরই পরিপ্রেক্ষিতে ১৬, ১৭, ১৮, ১৯, ২০ জুলাই কার্যত ঢাকা অচল হয়ে পড়ে।হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসে। আইন-শৃঙ্খলার বাহিনীর সঙ্গে সংঘর্ষে দুই শতাধিক মানুষের মৃত্যু ঘটে। কয়েক হাজার কোটি টাকার সরকারি সম্পত্তি ধ্বংস হয়ে যায়।ধরা যাক, এ আন্দোলনে সরকারের পতন হলো।তাহলে কি সকল সমস্যার সমাধান হয়ে যাবে? জনৈক ছাত্রনেতা আমাকে বলেছেন- আগে তো তাড়াই, তারপর দেখা যাবে।
কথাটি বৃটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু হয়। তোমরা কেমন শাসন চাও- বিজ্ঞদের এরকম প্রশ্নের উত্তরে তারা বলতো- আগে তো বৃটিশদের তাড়াই, তারপর দেখা যাবে।এরকম প্রশ্ন মুক্তিযুদ্ধের সময়তো এসেছিল।তখনও উত্তর ছিল-শালা পাকিস্তানিদের আগে তাড়াই( এখন অনেকে বলা শুরু করেছেন-মুক্তিযুদ্ধ হয়েছিল যতোটা না আইডোলজিক্যালি,তারচেয়ে বেশি ছিল ইমোশনালি) ।৯০ সালে এরশাদ বিরোধী আন্দোলনেও একই উত্তর ছিল।তবে শেষ দিকে তিন জোটের রূপরেখা এসেছিল।কিন্তু বিএনপি- আওয়ামীলীগ কেউই সেই রূপরেখা বাস্তবায়ন করেনি। ৯৬, ২০০০, ২০০৮ এর আন্দোলনেও একই উত্তর- আগে তাড়াই। এখনো একই প্রশ্ন সামনে এসেছে।উত্তর ছিড়া ছিড়া।তাহলে আমরা স্বাধীন নির্বাচন কমিশন, স্বাধীন বিচার বিভাগ, স্বাধীন দুর্নীতি কমিশন, স্বাধীন মিডিয়া, স্বাধীন স্থানীয় সরকার ব্যবস্থাসহ ক্ষমতার বিকেন্দ্রীকরণ পাবো কেন? মনে রাখা দরকার- মুখে গণতন্ত্র বগলে ইট রেখে গণতন্ত্র বাস্তবায়ন হয় না।সেজন্য প্রয়োজন পড়ে দেশ ও সময়োপযোগী উপযুক্ত ডিজাইনের।
লেখক: গণতন্ত্রায়ন ও গণতান্ত্রিক স্থানীয় সরকার বিষয়ক গবেষক।