মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪
08 Apr 2025 11:31 am
![]() |
মোকছেদুল মমিন মোয়াজ্জেম,হিলি(দিনাজপুর) প্রতিবেদক:-দিনাজপুরের হিলিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অভিযোগে তিনটি হোটেল মালিককে ১৫ হাজার টাকা ও মেয়াদোত্তীর্ণ, স্যাম্পুল ঔষধ বিক্রির দায়ে একটি ফার্মেসীকে ৩ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও উপজেলা প্রশাসন।
সোমবার (১৫ জুলাই) দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুরের সহকারী পরিচালক মমতাজ বেগম ও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) লায়লা ইয়াসমিন হিলি বাজারে যৌথ অভিযান চালিয়ে এসব জরিমানা করেন।
এসময় বাবা হোটেল,নির্মল হোটেল ও রুবেল হোটেল নামের তিনটি হোটেল মালিককে ৫ হাজার করে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এধরনের অভিযান অব্যহৃত থাকবে বলে জানান তারা।