বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪
22 Nov 2024 12:14 am
৭১ভিশন ডেস্ক:- মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে নির্বাচনী প্রচারণা শেষ করতে অনুরোধ করেছেন হলিউড অভিনেতা জর্জ ক্লুনি। এএফপি বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
হলিউডের এ অভিনেতা ডেমোক্র্যাটিক পার্টির অন্যতম শীর্ষস্থানীয় তহবিল সংগ্রহকারী। ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে গত মাসে বিতর্কে হারের পর তাকে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
তিনি বলেন, ‘আমি জো বাইডেনকে ভালোবাসি। আমি তাকে একজন বন্ধু মনে করি এবং আমি তাকে বিশ্বাস করি... কিন্তু সে বর্তমান সময়ের বিরুদ্ধে এ যুদ্ধে জিততে পারবে না।’
ক্লুনি গত মাসে লস অ্যাঞ্জেলেসে বাইডেনের সঙ্গে একটি তহবিল সংগ্রহকারী ইভেন্টের সহ-আয়োজক ছিলেন। সে ইভেন্টে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাও ছিলেন।
বাইডেনের ওই প্রচারণা ইভেন্টটি ২৮ মিলিয়ন ডলার সংগ্রহ করেছে।
ক্লুনি বলেন, ‘আমার পক্ষে এটি বলা ঠিক হবে না। আমি তিন সপ্তাহ আগে বাইডেনের তহবিল সংগ্রহে ছিলাম। ওই তহবিলে সংগ্রহ অনুষ্ঠান ২০১০ সালের অনুষ্ঠানের কাছে খুব ছোট ছিল।
২০২০ সালেও তিনি এ জো বাইডেন ছিলেন না।’
ক্লুনি আরো বলেন, ডেমোক্র্যাটিক আইন প্রণেতারা প্রকাশ্যে বাইডেনকে নির্বাচন থেকে সরে আসার আহ্বান জানিয়ে বলেন ‘বাঁধ ভেঙে গেছে’।
সূত্র : এএফপি