রবিবার, ০৭ জুলাই, ২০২৪
22 Nov 2024 06:28 am
৭১ভিশন ডেস্ক:- স্লোভেনিয়ার বিপক্ষে পেনাল্টি মিস করে শিশুর মতো কেঁদেছেন ক্রিস্টিয়ানো রোনালদো।তার কান্নার সেই দৃশ্য মুহূর্তের মধ্যেই সারাবিশ্বে ভাইরাল হয়েছিল।দৃশ্যটি চোখ এড়ায়নি পল পগবারও।
তা নাহলে রোনালদোর মানসিক অবস্থা নিয়ে এমন মন্তব্য করতে পারতেন না পগবা।
ইউরোর কোয়ার্টার ফাইনালে গতকাল রাতে পর্তুগাল-ফ্রান্স মুখোমুখি হয়েছিল।নির্ধারিত ও অতিরিক্ত সময় শেষে গোল শুন্য ড্র থাকলে ম্যাচ টাইব্রেকারে যায়।টাইব্রেকার শুরু হওয়ার আগে ফ্রান্সের গোলরক্ষক মাইক মাইগনানের উদ্দেশে পগবা তার এক সময়কার ম্যানচেস্টার ইউনাইটেড সতীর্থ রোনালদোর শট আটকানোর কথা জানান।
ডোপ টেস্টে পজিটিভ হওয়ায় ৪ বছরের নিষেধাজ্ঞা পাওয়া পগবা এক সংবাদমাধ্যমকে বলেন,‘রোনালদোকে ধরে ফেল মাইকি, সে নার্ভাস।
পরে অবশ্য ফ্রান্সের বিশ্বকাপজয়ী মিডফিল্ডারের চাওয়া পূরণ হয়নি।পর্তুগালের হয়ে প্রথম শট নিয়ে সফল হন রোনালদোই।
রোনালদো নিজে সফল হলেও পর্তুগাল হতে পারেনি।টাইব্রেকারে জোয়া ফেলিস্ক গোল করতে ব্যর্থ হলে ৩-৫ ব্যবধানে হারতে হয় পর্তুগালকে।
এ হারে ইউরোর যাত্রাও থেমে যায় ২০১৬ সালের চ্যাম্পিয়নদের। সঙ্গে রোনালদোরও ইউরোর পথচলা থামে।এটাই তার ক্যারিয়ারের শেষ ইউরো বলে স্লোভেনিয়ার বিপক্ষে ম্যাচ শেষে জানিয়েছিলেন পাঁচবারের ব্যালন ডি অরজয়ী,অন্যদিকে ম্যাচ জিতে সেমিফাইনালে জায়গা পেয়েছে পগবার ফ্রান্স।
কালের কণ্ঠের