শনিবার, ০৬ জুলাই, ২০২৪
22 Nov 2024 11:45 am
৭১ভিশন ডেস্ক:- ইকুয়েডরের বিপক্ষে দুটি পেনাল্টি সেভ করে আর্জেন্টিনার ম্যাচ জয়ের নায়কই শুধু হননি, লিওলেন মেসিকে ‘খলনায়ক’ হওয়া থেকে রক্ষা করেছেন এমিলিয়ানো মার্তিনেস। তার এমন বীরত্ব ছাড়া সেমিফাইনালের টিকিট কাটা সম্ভব হতো না আর্জেন্টিনার।
পেনাল্টি ঠেকানো সেই গোল দুটি পরে মেসিকে উৎসর্গ করেছেন মার্তিনেস।আর্জেন্টিনাকে অসংখ্য স্মরণীয় মুহূর্ত এনে দেওয়া মেসিকে যেন দলের হয়ে কিছুটা ঋণ শোধ করতে চাইলেন আর্জেন্টাইন গোলরক্ষক।
ম্যাচ শেষে মেসির সেই সব অবদানের কথাই স্মরণ করেছেন তিনি।
মেসির কাছে অনেক কিছুর জন্য ঋণী বলে মার্তিনেস বলেছেন,‘আমি মেসির কাছে ঋণী। বিশ্বকাপে সে আমাদের রক্ষা করেছে। সে টুর্নামেন্ট জিতেছে।
বিশ্বকাপের সেরা খেলোয়াড় ছিল সে। যখন সময়টা তার পক্ষে থাকে না... পেশির গুরুতর চোট থেকে সে ম্যাচে ফিরেছিল। তাই যখন সে পেনাল্টি মিস করল তখন আমি অনুভব করেছি যে তাকে সহায়তা করা আমার দায়িত্ব।’
মেসির এমনটা প্রাপ্য বলেও জানিয়েছেন মার্তিনেস।
আর্জেন্টাইন গোলরক্ষক বলেছেন,‘নিজের উপর চাপ নিইনি। আমি শুধু তাকে সহায়তা করতে চেয়েছি এবং সে এটার প্রাপ্য।’
লিওনেল মেসির নেতৃত্বেই দীর্ঘ ৩৬ বছর পর কাতার বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা। আলবিসেলেস্তাদের তৃতীয় বিশ্বকাপ এনে দেওয়ার পথে শুধু বাহুবন্ধনী পরেই নেতৃত্ব দেননি মেসি। ৭ গোল ও ৩ অ্যাসিস্টে আর্জেন্টিনার তো অবশ্যই টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ও হয়েছিলেন তিনি।
এর আগে তার নেতৃত্বেই আর্জেন্টিনা কোপা আমেরিকা ও ফাইনালিসিমাতেও চ্যাম্পিয়ন হয়েছিল। এবার আরেকটি কোপা আমেরিকা জয়ের লক্ষ্যে দুর্দান্ত গতিতে ছুটছে আর্জেন্টিনা।
কালের কণ্ঠ