শুক্রবার, ০৫ জুলাই, ২০২৪
24 Nov 2024 02:24 am
মোঃ মামুন হাওলাদার শিমুল,ইন্দুরকানী(পিরোজপুর)প্রতিনিধি:-দেড় বছর আগে টেন্ডার হলেও এখন পর্যন্ত এ সড়কটির নির্মাণ কাজ শুরু করেনি ঠিকাদারী প্রতিষ্ঠান।নানান অজুহাত দেখিয়ে এতদিন ফেলে রাখা হয়েছে সড়কের নির্মাণ কাজ।যার কারনে চলতি বর্ষা মৌসুমে চরম দুর্ভোগের মধ্যে পড়েছে এলাকার বাসিন্দারা।এ চিত্র ইদুরকানী উপজেলার কঁচা নদী সংলগ্ন পূর্ব চরবলেশ্বর গ্রামের এলজিইডি' র আওতাধীন এ সড়কটির।
স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব-চরবলেশ্বর গ্রামের সড়ক ও জনপদ সড়কের সরদার বাড়ির মোড় থেকে ডাক দিয়ে যাই অফিস পর্যন্ত প্রায় দুই কিলোমিটার সড়কের টেন্ডার সম্পন্ন হয়েছে দেড় বছর পূর্বে।এতদিনেও সংশ্লিষ্ট ঠিকাদার নির্মাণ কাজ শুরু না করায় সড়কটির এ দুরাবস্থার কারণে স্থানীয় জনসাধারণ রয়েছে চরম অস্বস্তিতে।এ সড়কটি দিয়ে প্রতিদিন স্কুল, কলেজ, মাদ্রাসার ছাত্র-ছাত্রী সহ শত শত লোক যাতায়াত করে থাকে।
২০০৭ সালের ১৫ ই নভেম্বর সুপার সাইক্লোন সিডর সহ বিভিন্ন সময় ঘটে যাওয়া প্রাকৃতিক দুর্যোগে নদী তীরবর্তী এই সড়কটি ক্ষতিগ্রস্ত হয়। দীর্ঘ ষোল বছর যাবত কোন সংস্কার না হওয়ায় ধীরে ধীরে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে।শুকনো মৌসুমে ধুলোবালি আর বর্ষাকালে কাদা পানিতে একাকার থাকে সড়কটি। প্রায় দুই যুগ আগে নির্মাণ করা কালো পিচের কার্পেটিং এ সড়কটিতে বর্তমানে , ইট পাথর, খোয়ার চিন্হ পর্যন্ত নেই।বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের জলোচ্ছ্বাসে এটি ধুয়ে মুছে যাওয়ায় এখন মাটির চিন্হ ছাড়া আর কিছু নেই।
স্থানীয় বাসিন্দা ডাঃ আবু হানিফ জানান, অনেক কষ্ট করে কাঁদা পানির মধ্য দিয়ে আমাদের ছেলে মেয়েদেরকে প্রতিদিন স্কুলে যেতে হচ্ছে। রাস্তাটি সংস্কারের অভাবে এভাবে ১৬ টি বছর কেটে গেছে।
১ নং পূর্ব-চরবলেশ্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ দুলাল ফকির জানান, দেড় বছর আগে রাস্তাটির টেন্ডার হলেও ঠিকাদাররা কাজ শুরু না করায় স্থানীয় জনসাধারণের চলাচল করতে খুব কষ্ট হচ্ছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট ঠিকাদার নাসির উদ্দিন জানান,
সড়কটির নির্মাণ কাজ কবে শুরু করতে পারি তা এখনো সঠিক ভাবে বলতে পারছি না।কারণ আমাদের বেশ কয়েকটা কাজের বিল আটকা আছে।
উপজেলা প্রকৌশলী লায়লা মিথুন জানান, সড়কটি র নির্মাণ কাজ যাতে দ্রুত শুরু করে সেজন্য ঠিকাদারকে তাগিদ দেওয়া হয়েছে।