শুক্রবার, ০৫ জুলাই, ২০২৪
22 Nov 2024 12:10 am
৭১ভিশন ডেস্ক:- চলমান কোপা আমেরিকায় গ্রুপপর্বের সবগুলো ম্যাচ জিতে নকআউট পর্বে উঠেছে আর্জেন্টিনা।শুক্রবার (৫ জুলাই) সকাল ৭টায় কোয়ার্টার ফাইনালে আলবিসেলেস্তেদের প্রতিপক্ষ ইকুয়েডর।
লিওনেল মেসির দলের সঙ্গে তুলনায় ইকুয়েডরের শক্তিমত্তা কতটা? অতীতে কার সাফল্য কেমন? এসব প্রশ্নের উত্তর জানতেই এ প্রতিবেদন।
তুলনা করা হলে ইকুয়েডরের সঙ্গে বিস্তর ফারাকই মিলবে আর্জেন্টিনার।সেটা র্যাঙ্কিং হোক অথবা সাম্প্রতিক পারফরম্যান্স কিংবা অতীত ইতিহাস।প্রতিযোগিতামূলক টুর্নামেন্টে ইকুয়েডরের সাফল্য নেই-ই।
বিশ্বকাপে সর্বোচ্চ রাউন্ড অব সিক্সটিন ও কোপা আমেরিকায় দুবার চতুর্থ হওয়াই ইকুয়েডরের সেরা অর্জন।অন্যদিকে তিনটি বিশ্বকাপের পাশাপাশি আর্জেন্টিনা কোপা জিতেছে মোট ১৫ বার।
গত বছরের এপ্রিলে ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখল করেছিল আর্জেন্টিনা। এরপর আর নামার নামগন্ধ নেই।এখনও বহাল তবিয়তে এক নম্বরেই আছে লিওনেল স্ক্যালোনির দল।
অন্যদিকে ইকুয়েডরের বর্তমান র্যাঙ্কিং ৩০।সর্বোচ্চ ১০ নম্বরে উঠার কৃতিত্ব দেখাতে পেরেছে তারা, সেটাও ২০১৩ সালে।
আর্জেন্টিনা ও ইকুয়েডর এখন পর্যন্ত মুখোমুখি হয়েছে ৪০ ম্যাচে।যার মধ্যে আলবিসেলেস্তেরা শেষ হাসি হেসেছে ২৪ ম্যাচে।ড্র ১১টি, ৫টিতে জিতেছে ইকুয়েডর।সর্বশেষ ১০ দেখায়ও আর্জেন্টিনা এগিয়ে।মেসির দল জিতেছে ৭ ম্যাচে, হেরেছে ১টিতে।ড্র ২।