বৃহস্পতিবার, ০৪ জুলাই, ২০২৪
23 Nov 2024 02:01 pm
শাফায়াত সজল,জেলা প্রতিনিধিঃ- বগুড়া জেলার শাজাহানপুর উপজেলার গোহাইল ইউনিয়নের জমাদার পুকুর এলাকায় অবস্থিত ভাই ভাই স্টোর নামের এক অবৈধ ব্যাটারির ফ্যাক্টরী বা সিসা কারখানাতে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।গতকাল (০২-০৭-২৪) মঙ্গলবার সন্ধ্যায় অভিযোগের সত্যতা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শাজাহানপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল নাঈম।
ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা যায়, পরিবেশ অধিদপ্তর বগুড়া অফিসের একটি সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এইখানে অভিযান পরিচালনা করা হয় এবং অভিযোগের সত্যতা পাওয়া যায়।পরবর্তীতে ফ্যাক্টরীর ম্যানেজার সাইদুল ইসলাম (৪০) কে এই ব্যাটারি পুড়ানোর ক্ষতিকারক দিক গুলো তুলে ধরলে তিনি নিজের ভুল স্বীকার করেন।পরে পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ৬ (গ) ধারা মোতাবেক ৫০ হাজার জরিমানা অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
রায় ঘোষণার পরে ফ্যাক্টরীর ম্যানেজার সাইদুল ইসলাম জরিমানার ৫০ হাজার টাকা পরিশোধ করেন।এছাড়াও ভ্রাম্যমাণ আদালত উক্ত অবৈধ সিসা ফ্যাক্টরীটি আগামী ২ দিনের মধ্য অন্যত্র সড়িয়ে নেওয়ার জন্য আদেশ দেন।ম্যানেজার সাইদুল ইসলাম নওগাঁ জেলার রানীনগর থানার মনোহরপুর গ্রামের জনৈক মহাজের আলীর পুত্র বলে জানা গেছে।
এসময় আরো উপস্থিত ছিলেন, শাজাহানপুর উপজেলা ভূমি অফিসের সার্টিফিকেট সহকারী খলিলুর রহমান, নাজির আহসান-নুর- হাবীব, শাজাহানপুর থানার সাব ইন্সপেক্টর (এস আই) মোঃ আসাদুজ্জামান, পরিবেশ অধিদপ্তর বগুড়ার ইন্সপেক্টর (পরিদর্শক) যথাক্রমে মোঃ মাহমুদুল হাসান এবং মিকাঈল হোসেন সহ শাজাহানপুর থানার পুলিশ সদস্যবৃন্দ।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে জনৈক শয়নুল ইসলাম নামের এক ব্যক্তি গোহাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আতোয়ার ফজু'র জমি ভাড়া নিয়ে এই সিসা কারখানা প্রতিষ্ঠা করেন। সকল নিয়ম নীতির তোয়াক্কা না করে চলতে থাকে এই কারখানাটি৷এতে করে আশেপাশের পরিবেশ নষ্ট হতে শুরু করে। এছাড়া কারখানাতে কর্মরত কর্মচারীদেরকে দেওয়া হয়না কোন নিরাপত্তার পোশাক কিংবা গ্লোবস। কারখানাটির বিরুদ্ধে লিখিত অভিযোগের ভিত্তিতেই এই অভিযান।