বৃহস্পতিবার, ০৪ জুলাই, ২০২৪
21 Nov 2024 09:30 pm
মোঃমামুন হাওলাদার শিমুল ইন্দুরকানী উপজেলা প্রতিনিধি:-পিরোজপুরের ইন্দুরকানীতে ডাক্তার সল্পতায় চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে উপজেলার লক্ষাধিক মানুষ।২০০৮ সালে হাসপাতালটির উদ্বোধন হলেও প্রায় এক যুগ পরে আন্ত:বিভাগ সেবা চালু হয়। বর্তমানে ৩২ শয্যার আন্ত:বিভাগ সেবা চালু রয়েছে।যেখানে ১২ জন চিকিৎসকের প্রয়োজন সেখানে মাত্র ০৩ জন ডাক্তান দিয়ে চলছে সেবা।
সরেজমিনে গিয়ে দেখা যায় বহির বিভাগে রুগীর লম্বা লাই ধরে দারিয়ে আছেন।একজন ডাক্তার সেবা দিচ্ছেন আর একজন ইর্মাজেন্সিতে ডিউটি করছেন আবার ওয়ার্ডে ভর্তি রুগীর সেবা দিচ্ছে।উপজেলার লক্ষাধিক মানুষের একমাত্র চিকিৎসা কেন্দ্রটি বর্তমানে ডাক্তারের অভাবে বেহাল অবস্থা।হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার ডাঃ নূর উদ্দীন আহমেদ বলেন,২০২২ সালের ফেব্রæয়ারি মাসে অত্র হাসপাতালে ৯ জন ডাক্তারের পোস্টিং দেয়া হলেও জয়েন করেছিলেন ৮ জন।২ বছর যেতে না যেতেই বদলিজনিত কারণে ৬ জন ডাক্তার অন্যত্র পোস্টিং নিয়ে চলে গেছেন।বর্তমানে ৩ জন ডাক্তার আছেন,যাদের মাঝে মাত্র ১ জন ডাক্তারের হাসপাতালে স্থায়ী পোস্টিং আছে, বাকি ১ জন ডাক্তারের পোস্টিং বালিপাড়া ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে এবং আরেকজন ডাক্তার স্বাস্থ্য অধিদপ্তর থেকে অ্যাটাচমেন্ট পোস্টিংয়ে আছেন।
এমতাবস্থায় জরুরী বিভাগ, অন্তঃবিভাগ ও বহিঃবিভাগে রোগীদের গুণগত সেবা দিতে ডাক্তাররা হিমশিম খাচ্ছেন। সকল চিকিৎসক সপ্তাহে ৭২ ঘন্টা করে দায়িত্ব পালন করছেন, এতে ডাক্তাররা শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ছেন এবং তাদের পারিবারিক জীবন বিঘ্নিত হচ্ছে।তাই নিঃসন্দেহে বলা যায়, শীঘ্রই অত্র হাসপাতালে ডাক্তার পদায়ন না করা হলে রোগীদের সেবাপ্রাপ্তির মান আরো কমে যাবে।
উল্লেখ্য যে, অন্যান্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ থেকে ৫ জন সাব-অ্যসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসার থাকলেও অত্র হাসপাতালে মাত্র ১ জন আছেন। তাছাড়া লোকবল সংকট থাকা সত্ত্বেও অত্র হাসপাতালের একজন ওয়ার্ডবয় এবং একজন নাইটগার্ড দীর্ঘদিন যাবৎ সদর হাসপাতালে ডেপুটেশনে কাজ করছেন।
এবিষয়ে ইন্দুরাকনী উপজেলা চেয়ারম্যান জিয়াউল আহসান গাজী বলেন অত্র অঞ্চলের জনগণের মানসম্মত সেবা নিশ্চিতকল্পে শূণ্যপদে কনসালটেন্ট মেডিকেল অফিসার, এসএসিএমও পদায়ন ও সদর হাসপাতালে ডেপুটেশনে থাকা কর্মচারীদের ফিরিয়ে আনা প্রয়োজন এবিষয়ে আমরা উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে যোগাযোগ করছি আশাকরি শিঘ্রই সমস্যার সমাধান হবে।