বুধবার, ০৩ জুলাই, ২০২৪
24 Aug 2025 10:23 pm
![]() |
৭১ভিশন ডেস্ক:- প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতের নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল দিনেশ কে ত্রিপাঠি। মঙ্গলবার (২ জুলাই) সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ তথ্য জানিয়েছে প্রধানমন্ত্রীর প্রেস উইং।
চার দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকা রয়েছেন অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠি। তার নেতৃত্বে চার সদস্যের ভারতীয় নৌবাহিনীর একটি প্রতিনিধি দলও সফরে রয়েছেন। দীনেশ কে ত্রিপাঠির সঙ্গে রয়েছেন তার স্ত্রীও। সফর শেষে দলটির আগামী ৫ জুলাই ঢাকা ত্যাগের কথা রয়েছে।
এদিকে, একই ভেন্যুতে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) ভাইস প্রেসিডেন্ট (সাউথ, সেন্ট্রাল অ্যান্ড ওয়েস্ট এশীয়) ইংমিং ইয়াংও।