মঙ্গলবার, ০২ জুলাই, ২০২৪
21 Aug 2025 10:55 pm
![]() |
৭১ভিশন ডেস্ক:- বাংলাদেশ পাওয়ার ম্যানেজমেন্ট ইন্সটিটিউট (বিপিএমআই) কর্তৃক আয়োজিত ৬ষ্ঠ বুনিয়াদি প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১ জুলাই) বিপিএমআই পূর্বাচল ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব মো. হাবিবুর রহমান।
বিপিএমআইয়ের রেক্টর মোহাম্মদ আলাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেসকো বোর্ডের চেয়ারম্যান ড. সৈয়দ মাসুম আহমেদ চৌধুরী, স্রেডার পরিচালক মুনীরা সুলতানা, বিপিডিবি চেয়ারম্যান মাহবুবুর রহমান, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান অজয় কুমার চক্রবর্তী প্রমুখ।
এবারের প্রশিক্ষণে ডেসকোর ৩২ জন, আরপিসিএলের দুজন এবং সিপিজিসিবিএলের দুজনসহ মোট ৩৬ জন সহকারী প্রকৌশলী কর্মকর্তা অংশগ্রহণ করেছেন।