শনিবার, ২৯ জুন, ২০২৪
25 Nov 2024 01:55 am
৭১ভিশন ডেস্ক:- শ্রীলঙ্কার অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ব্যাপক অভিযান চালিয়ে অন্তত ১৩৭ জন ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে।তারা দেশটির বিভিন্ন স্থানে বড় আকারের অনলাইন আর্থিক কেলেঙ্কারিতে জড়িত একটি গ্রুপের সদস্য।ডেইলি মিরর শ্রীলঙ্কা শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
গণমাধ্যমের জন্য পুলিশের মুখপাত্র ডিআইজি নিহাল থালডুয়ার বলেন, নেগোম্বো, কোচিকেদে, মাদিওয়েলা (শ্রী জয়াবর্ধনেপুরা কোট্টে) এবং থালাঙ্গামা (বাত্তারামুল্লা) থেকে এই ভারতীয়দের গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেফতারকৃত সন্দেহভাজনদের সবাই পুরুষ বলে জানান তিনি।
তিনি আরো জানান, নেগম্বো থেকে ৫৫টি মোবাইল ফোন ও ২৯টি কম্পিউটার জব্দ এবং ৫৫ সন্দেহভাজনকে আটক করা হয়েছে। একইভাবে কোচিকেড থেকে ৫৩ জনকে গ্রেপ্তার এবং ৩১টি কম্পিউটার ও ৫৮টি মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। অন্যদিকে মাদিওয়েলায় অভিযানে ১৩ সন্দেহভাজনকে গ্রেপ্তার এবং আটটি ল্যাপটপ ও ৩৮টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
পাশাপাশি থালাঙ্গামাতে আটটি ল্যাপটপ ও ৩৮টি মোবাইল ফোন উদ্ধারের সঙ্গে ১৬ সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে।