বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪
21 Jul 2025 07:59 am
![]() |
৭১ভিশন ডেস্ক:- ওমানে অবৈধ হিসেবে থাকা ৯৬ হাজার বাংলাদেশি জরিমানা ছাড়াই বৈধতা পেতে যাচ্ছেন। মঙ্গলবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সূত্রে এ তথ্য জানা গেছে।
মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সারোয়ার আলম বলেন, ওমানে আনডকুমেন্টেড হয়ে যাওয়া কর্মীদের বিষয়ে শিগগিরই সমাধান আসবে।
তিনি আরো বলেন, প্রবাসীদের মরদেহ দেশে আনার ব্যাপারে সরকারের যথাযথ ব্যবস্থাপনা রয়েছে। অনেকে না জানার কারণে সুযোগ নিতে পারেন না। বৈধ কর্মীদের পাশাপাশি অবৈধ কর্মীদের মরদেহ পরিবহনের জন্যও সরকারের বিশেষ বরাদ্দ রয়েছে।
ডেইলি-বাংলাদেশ