সোমবার, ২৪ জুন, ২০২৪
25 Nov 2024 08:40 pm
৭১ভিশন ডেস্ক:- আগামী বছর বাংলাদেশ থেকে হজের সুযোগ পাবেন ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজযাত্রী। বাংলাদেশের জন্য এ কোটা নির্ধারণ করেছে সৌদি আরব।
হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) এ তথ্য নিশ্চিত করেছে। তবে ধর্ম মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত কোনো তথ্য জানানো হয়নি।
হাবের সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম জানান, আগামী জানুয়ারিতে সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের হজ চুক্তি সম্পাদন হবে। সরকারিভাবে কতজন এবং বেসরকারিভাবে কতজন হজে যাবেন সে বিষয়েও এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি ধর্ম মন্ত্রণালয়।
চলতি বছরও বাংলাদেশ ১ লাখ ২৭ হাজার ১৯৮ জনের কোটা পেয়েছিল। কিন্তু সরকারি এবং বেসরকারি উভয় ব্যবস্থাপনায় হজ নিবন্ধন করেছেন মাত্র ৮৩ হাজার ২১৮ জন। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৩২৩ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৮ হাজার ৮৯৫ জন। নিবন্ধকৃত সব হজযাত্রীই হজ সম্পাদন করেছেন।