শুক্রবার, ২১ জুন, ২০২৪
04 Dec 2024 01:01 am
৭১ভিশন ডেস্ক:- সাম্প্রতিক বছরগুলোতে সাপের প্রকোপ বেড়েই চলেছে। বর্তমানে দেশজুড়ে আতঙ্কের এক নাম হচ্ছে রাসেলস ভাইপার সাপ। আর এ সাপ থেকে বাঁচার জন্যে হাদিস শরিফে কী বর্ণিত আছে, আসুন আমরা তা জানার চেষ্টা করি।
আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত হাদিসে মহান রাব্বুল আলামিন আল্লাহ তাআলার প্রিয় হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘যে ব্যক্তি সকাল-সন্ধ্যা এই দোয়া ৩ বার পড়বে, আল্লাহ তাআলা তাকে সমস্ত প্রাণী, বিশেষ করে সাপ, বিচ্ছু প্রভৃতি বিষাক্ত ও কষ্টদায়ক প্রাণীর অনিষ্ট থেকে রক্ষা করবেন’। (তিরমিজি, হাদিস: ৩৬০৪)
দোয়াটি হলো, أَعُوذُ بِكَلِمَاتِ اللهِ التَّامَّةِ مِنْ شَرِّ مَا خَلَقَ
উচ্চারণ: ‘আউজু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খলাক’।
অর্থ: ‘আমি আল্লাহর পরিপূর্ণ কলেমার দ্বারা প্রত্যেক শয়তান, বিষাক্ত প্রাণী এবং প্রত্যেক কুদৃষ্টির অনিষ্ট থেকে আশ্রয় চাইছি’।
পিএনএস