বুধবার, ১৯ জুন, ২০২৪
22 Nov 2024 12:24 am
৭১ভিশন ডেস্ক:- ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে চেক রিপাবলিককে হারিয়েছে পর্তুগাল। ম্যাচটিতে শুরুতে পিছিয়ে পড়েও শেষ মুহূর্তের নাটকীয়তায় জয় নিয়ে মাঠ ছেড়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর দল।
লিপজিগের রেড বুল অ্যারেনায় ‘এফ’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হয় পর্তুগাল-চেক রিপাবলিক। যেখানে ২-১ গোলের ব্যবধানে জয় পেয়েছে পর্তুগিজরা। চেক রিপাবলিকের হয়ে একটি গোল করেছেন লুকাস প্রভদ। আর পর্তুগালের হয়ে জয়সূচক গোলটি করেন ফ্রান্সিস্কো কোনসেইসাও, অন্য গোলটি ছিল আত্মঘাতী।
ম্যাচটিতে বল দখল ও নিয়ন্ত্রণে এগিয়ে ছিল পর্তুগালই। ৭৪ শতাংশ বল দখলে রেখে ১৯টি শট নেয় তারা। যার মধ্যে ৮টি ছিল চেক রিবাপলিকের গোলপোস্টে। অন্যদিকে ২৬ শতাংশ বল দখলে রেখে পর্তুগালের ডি বক্সে পাঁচবার বল নিয়ে যায় চেক রিপাবলিক। যার মধ্যে ২টি শট লক্ষ্যে রাখে দলটি।
প্রথমার্ধে একাধিকবার আক্রমণে ওঠে পর্তুগাল। তবে সুযোগ মিসের মহড়ায় কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি তারা। আর ডিফেন্সিভ খেলায় পর্তুগালের ডেরায় ভয় ধরাতে ব্যর্থ হয় চেক রিপাবলিক।
বিরতি থেকে ফিরেই খেলার গতি বাড়ায় চেক রিপাবলিক। এতে ম্যাচের ৬২তম মিনিটে পর্তুগালের জাল কাঁপিয়ে দেয় তারা। ভ্লাদিমির কৌফালের পাস থেকে দলকে এগিয়ে দেন লুকাস প্রভদ।
তবে লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি চেক রিপাবলিক। পর্তুগালের টানা আক্রমণ সামলাতে গিয়ে ভুল করে বসে তারা। আর তাতেই কপাল পুড়ে দলটির। ৬৭তম মিনিটে রবিন হ্রানাচের আত্মঘাতী গোলে সমতায় আনে পর্তুগাল।
এরপর ৮৭তম মিনিটে দলের ব্যবধান দ্বিগুণ করেন দিয়োগো জোটা। কিন্তু রোনালদো অফসাইড হওয়ায় গোলটি বাতিল হয়ে যায়। ম্যাচের শেষ ১০ মিনিটে সমানে সমান লড়াই করে দুদল।
ম্যাচের যোগ করা সময়ে ভিটিনহাকে তুলে নিয়ে ফ্রান্সিস্কো কোনসেইসাও মাঠে নামান পর্তুগিজ কোচ রবার্তো মার্টিনেজ। তাতেই সফলতা পায় দল। বদলি হিসেবে মাঠে আসার মিনিট দুয়েক পরেই দলকে গোলের আনন্দে ভাসান এই ফুটবলার।
ফ্রান্সিস্কোর গোলেই শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে পর্তুগাল।