মঙ্গলবার, ১৮ জুন, ২০২৪
24 Nov 2024 06:31 am
৭১ভিশন ডেস্ক:-বিশ্বকাপ থেকে আগেই বিদায় নিশ্চিত হয়ে গেছে নিউজিল্যান্ড ও পাপুয়া নিউগিনির।আজ সোমবার নিয়ম রক্ষার ম্যাচে মুখোমুখি হয়েছে দুই দল।টি-টোয়েন্টি ২০২৪ সালের আসরে নিজেদের শেষ ম্যাচে অবশ্য বড় একটি জয় পেয়েছে কিউইরা।নিউগিনিকে ৭৮ রানে গুটিয়ে দিয়ে ৪৬ বল হাতে রেখে ৭ উইকেটের জয় পেয়েছে কেন উইলিয়ামসনের দল।
ত্রিনিদাদের ব্রায়ান লারা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অল্প রানের লক্ষ্য তাড়ায় শুরুতেই হোঁচট খায় নিউজিল্যান্ড।(২ বলে ০) স্কোরকার্ড চালু হওয়ার আগেই ফিন অ্যালেনের উইকেট হারায় কিউইরা।১১ বলে ৬ রানের বেশি করতে পারেননি রাচিন রাবিন্দ্রা।লক্ষ্য ছোট ধীরেসুস্থে খেলে সামনের দিকে আগাতে থাকেন উইলিয়ামসন ও ডেভন কনওয়ে।এই জুটিতে আসে ৩১ বলে ৩৪ রান।কনওয়ে এলবিডব্লিউ হওয়ার আগে করেন ৩২ বলে ৩৫ রান।
এরপর ড্যারিল মিচেলকে নিয়ে ১৮ বলে ২৫ রানের অপরাজিত জুটি করে দল জিতিয়ে মাঠ ছাড়েন উইলিয়ামসন।১৭ বলে ১৮ রান করেন নিউজিল্যান্ড অধিনায়ক আর ১২ বলে ১৯ রানে অপরাজিত ছিলেন মিচেল।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ডের পেসারদের তোপের মুখে শুরু থেকেই উইকেট হারাতে থাকে নিউগিনি।নিউগিনির দলীয় ৩ রানে ওপেনার টনি উরার উইকেট (২ বলে ১) টিম সাউদি।১৪ রানের মাথায় দ্বিতীয় উইকেটের (আসাদ ভালা ১৬ বলে ৬) পতন ঘটান লকি ফার্গুসন।
এরপর কিছুটা রয়েসয়ে খেলে ২৫ বলে ১৭ রান করে এলডব্লিউ হন চার্লস আমিনি।তাকে সাজঘরের পথ দেখান ফার্গুসন।মিচেল স্যান্টনারের বলে ফিন অ্যালেনের হাতে ক্যাচ হওয়ার আগে ২৭ বলে ১২ রান করেন সিসি বাউ।
লোওয়ার মিডলঅর্ডারে ১৩ বলে ১৪ রান করেন নরম্যান ভানাউ।বাকিদের আর কেউ দুই অংকের ঘর স্পর্শ করতে পারেননি।নিউজিল্যান্ডের হয়ে ৪ ওভারে কোনো রান না দিয়ে ৩টি উইকেট নেন ফার্গুসন।২টি করে উইকেট নেন ইশ সোধি ও টিম সাউদি।