রবিবার, ১৬ জুন, ২০২৪
21 Jul 2025 10:56 pm
![]() |
৭১ভিশন ডেস্ক:- বৃষ্টির কারণে টসে বিলম্ব হচ্ছে ইংল্যান্ড বনাম নামিবিয়া ম্যাচের।ইংল্যান্ডের জন্য এটি বাঁচা-মরার ম্যাচ।সুপার এইটের আশা টিকিয়ে রাখতে যেকোনো মূল্যে জিততেই হবে তাদের।
উইন্ডিজের ভিভ রিচার্ডস স্টেডিয়ামের আশপাশে প্রচুর বৃষ্টি ঝরেছে।আপাতত বৃষ্টি বন্ধ থাকলেও মাঠ ভেজা। ফলে নির্ধারিত সময়ে টস হয়নি।
ব্যাপারটা ইংল্যান্ডের কপালে চিন্তার ভাঁজ ফেলতে যথেষ্ট। কেননা বৃষ্টির কারণে একের পর এক ম্যাচ যেভাবে ভেস্তে যাচ্ছে,তেমনটি হলে সুপার এইটের আশা ছেড়ে দেশের বিমান ধরতে হবে জস বাটলার বাহিনীকে।এরই মধ্যে ম্যাচটি নিয়ে সুখবর দিয়েছে আইসিসি।
ইএসপিএন জানিয়েছে,স্থানীয় সময় বিকেল ৪টায় (বাংলাদেশ সময় রাত ২টা) শুরু হবে ম্যাচটি।কাট-অফ টাইমে ১১ ওভারের ম্যাচ হবে।পাওয়ার প্লে হবে ৩ ওভারের।আর সর্বোচ্চ তিন বোলার ৩ ওভার করে বল করতে পারবে।
বিশ্বকাপের ‘বি’ গ্রুপে ৫ পয়েন্ট নিয়ে স্কটল্যান্ডের স্থান এখন দুইয়ে, ৩ পয়েন্ট নিয়ে ইংল্যান্ড আছে তিনে। দুদলের হাতেই একটি করে ম্যাচ, স্কটল্যান্ড খেলবে অস্ট্রেলিয়ার বিপক্ষে। এমন অবস্থায় নামিবিয়ার সঙ্গে ইংল্যান্ডের ম্যাচটি ভেস্তে গেলে আজই সুপার এইটে উঠে যাবে স্কটিশরা।