শনিবার, ১৫ জুন, ২০২৪
22 Nov 2024 09:35 am
মানুষকে পাপমুক্ত থাকার জন্য বিভিন্ন ধর্মে নানাবিধ নির্দেশনা রয়েছে।তারমধ্যে আব্রাহামিক ধর্মবিশ্বাসীরা ব্যতিক্রম।এসব ধর্মে পাপ করার পর মাফ পাওয়ার বহু অপসন রয়েছে।এদেশে জ্ঞানভিত্তিক আলোচনার চেয়ে এখন ধর্মভিত্তিক আলোচনা হয় বেশি।সাধারণ খেটে খাওয়া মানুষেরা দীর্ঘকাল যাবৎ লৌকিক সংস্কৃতিতে মানসিক প্রশান্তি খুঁজতো। কিন্তু স্বল্প শিক্ষিত ওয়াজিদের ভুল-ভাল বক্তব্য শুনে এরা রীতিমতো দিকভ্রান্ত।
একেকজন একেকটা বুঝ নিয়ে তর্কাতর্কিতে লিপ্ত।চতুর লেবাসধারীদের কেউ কেউ প্রকাশ্যেই বলেন - এখনতো কামাই করি, পরে মাফ চেয়ে নিবো।ধর্ম নিয়ে কুতর্ক কোন পর্যায়ে গেছে সেদিনকার আড্ডায় তার প্রমাণ পাওয়া গেলো।ভাষান আলী তুলা ব্যবসায়ী।লেপ-তোশক তৈরি করে বিক্রয় করেন।তো তিনি শুদ্ধ উপায়ে কীভাবে অযু করা করা যায়- তা শিখালেন।তার ভাষায়- ভাল করে হাত ধৌত করি,কারণ হাত দিয়ে যদি কোনো অপরাধ করে থাকি, তাহলে সেটা ধুয়ে যাবে।পা ধৌত করি, কারণ পা দিয়ে যদি কোনো খারাপ জায়গায় যেয়ে থাকি,তাহলে সেটা ধুয়ে যাবে।
নাকে পানি দেই, কারণ নাক দিয়ে যদি নাপাক জিনিসের গন্ধ যেয়ে থাকে, তাহলে সেটা পরিস্কার হয়ে যাবে।মুখ দিয়ে পানি গড়গড়া করি, কারণ মুখ দি যদি কোনো মিথ্যা কথা বলে থাকি, তাহলে সেটা ধুয়ে যাবে।কানে পানি দেই, কারণ কান দিয়ে কোনো পাপের কথা শুনে থাকি,তাহলে সেটা পরিস্কার হয়ে যাবে।চোখে ভালো করি পানি দেই, কারণ চোখ দিয়ে যদি কোনো বেপর্দা নারী দেখে থাকি, তাহলে সেটা ধুয়ে-মুছে যাবে।
সেসঙ্গে তিনি শরীরের আরও দুটি গুরুত্বপূর্ণ অঙ্গ তথা যৌনাঙ্গ ও পায়ুপথ শুদ্ধ করার উপায়ও শেখালেন।তার শেষ কথা -প্রতিটি মানুষ যদি ২৪ ঘন্টা এভাবে পরিশুদ্ধ থাকার চেষ্টা করেন তাহলে তার নেকের পাল্লা ভারী হতে থাকবে,পাপের বোঝা কমতে কমতে একসময় শেষ হয়ে যাবে।
লেখক: গণতন্ত্রায়ন বিষয়ক গবেষক।