শুক্রবার, ১৪ জুন, ২০২৪
24 Nov 2024 01:06 am
৭১ভিশন ডেস্ক:- সুপার এইট খেলতে হলে জয় ছাড়া কোনো বিকল্প ছিলো না দু’দলের সামনে। এমন ম্যাচে ব্যাট হাতে জ্বলে উঠলেন সাকিব। ৪৬ বলে ৬৪ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। শেষ পর্যন্ত বোলারদের কল্যাণে ২৫ রানের দুর্দান্ত জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। এ জয়ের ফলে সুপার এইটের পথে আরও একধাপ এগিয়ে গেল টিম টাইগার্স।
টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৯ রান করে বাংলাদেশ। ব্যাট হাতে সাকিব সর্বোচ্চ অপরাজিত ৬৪ ও তানজিদ হাসান তামিম করেন ৩৫ রান। জবাবে ব্যাট করতে নেমে নেদারল্যান্ডস ৮ উইকেট হারিয়ে ১৩৪ রান করতে সক্ষম হয়। দলের হয়ে সর্বোচ্চ ৩৩ রান করেন সিব্রান্ড এঙ্গেলব্রেখট।
ব্যাট হাতে ৬৪ রানের ইনিংস খেলার সুবাদে ম্যাচসেরা খেলোয়াড় নির্বাচিত হন সাকিব। ম্যাচ শেষে দেশসেরা এই অলরাউন্ডার বলেন, ‘টপ চার থেকে পুরো ইনিংসজুড়ে কারো ব্যাটিং করা জরুরি ছিলো। দলের হয়ে ভূমিকা রাখতে পারায় খুশি। শুরুতে ব্যাট করার জন্য উইকেট বেশ কঠিন ছিলো। জয়ের জন্য আমাদের সংগ্রহটা চ্যালেঞ্জিং ছিলো।’
তিনি আরও বলেন, ‘এই ভেন্যুতে গত ৪-৫ বছরে কোনো আন্তর্জাতিক ম্যাচ হয়নি। ফলে এখানে কত রান নিরাপদ তা জানা ছিলো না। বিশ্বকাপের ম্যাচে ১৬০ রান তাড়া করা সবসময়ই কঠিন। নেদারল্যান্ডসও দারুণ শুরু পেয়েছিলো। তবে আমাদের বোলাররা দারুণ করেছে।’