রবিবার, ০৯ জুন, ২০২৪
24 Nov 2024 08:16 am
৭১ভিশন ডেস্ক:- চলমান টি-২০ বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি ইংল্যান্ড। যেখানে অজিদের দেওয়া বড় লক্ষ্য তাড়া করতে নেমে তিন উইকেট হারিয়ে দলীয় শতক পূরণ করেছে ইংলিশরা।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ইংল্যান্ডের সংগ্রহ ১১.২ ওভারে তিন উইকেটে ১০০ রান।
শনিবার বার্বাডোজের কিংসটন ওভালে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ২০১ রান সংগ্রহ করেছে অস্ট্রেলিয়া।ইংল্যান্ডের জয়ের জন্য প্রয়োজন ১০২ রান।
ইংল্যান্ডের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন জস বাটলার ও ফিল সল্ট। লক্ষ্য তাড়ায় শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন তারা দুজন। তাতে সফলও হন তারা।
প্রথম ৭ ওভারে স্কোরবোর্ডে ৭৩ রান তোলেন তারা দুজন।ইনিংসের অষ্টম ওভারের প্রথম বলেই এ জুটি ভাঙেন অ্যাডাম জাম্পা। তার ঘূর্ণিতে কাটা পড়েন সল্ট। সাজঘরে ফেরার আগে ২৩ বলে ৩৭ করেন তিনি।
এরপরেই উইকেট হারান জস বাটলারও। তিনিও জাম্পার ঘূর্ণিতে কাটা পড়েছেন। এতে ফিফটির আক্ষেপ নিয়ে বাইশ গজ ছাড়তে হয় তাকে (৪২)।
ব্যাট হাতে নিজেকে প্রমাণ করতে ব্যর্থ হন উইল জ্যাকস। ১১ বল খেলে ৬ করেন তিনি।এখন বেয়ারস্টোকে সঙ্গে নিয়ে দলীয় ইনিংস এগিয়ে নিচ্ছেন মঈন আলী।
এর আগে টস জিতে অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ে পাঠায় ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। দলটি হয়ে ইনিংস উদ্বোধনে নামেন ডেভিড ওয়ার্নার ও ট্রাভিস হেড।এ দুজনের ব্যাটে উড়ন্ত শুরু পায় অজিরা।
ইনিংসের পঞ্চম ওভারে ওয়ার্নারকে বোল্ড করেন মঈন আলী। আউট হওয়ার আগে ১৬ বলে ৩৯ করেন তিনি।এরপরেই হেডের স্ট্যাম্প উপড়ে ফেলেন আর্চার।তার ব্যাট থেকে আসে ৩৪ রান।
নিয়মিত বিরতিতে উইকেট হারালেও দলীয় রানের চাকা সচল রাখে অজি ব্যাটাররা। হেড, ওয়ার্নার, মার্শ ও স্টয়নিসরা খেলেছেন ত্রিশোর্ধ্ব ইনিংস।তাদের ব্যাটেই বড় পুজি সংগ্রহ করেছে সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা।
ইংল্যান্ডের দুটি উইকেট নেন ক্রিস জর্ডান। এছাড়া একটি করে উইকেট নেন মঈন আলী, জোফরা আর্চার, আদিল রশিদ ও লিয়াম লিভিংস্টোন।