শুক্রবার, ০৭ জুন, ২০২৪
03 Dec 2024 11:36 pm
মোঃ হাফিজুর রহমান,টুংগীপাড়া উপজেলা প্রতিনিধি:-বিশ্ব পরিবেশ দিবস ২০২৪ উপলক্ষে গোপালগঞ্জ সদর উপজেলার বলাকইড় আজাহার উদ্দিন রাবেয়া ছরোয়ার উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে বর্ণাঢ্য র্যালি ও বৃক্ষ বিতরণ কর্মসূচি পালন করেছে পদ্মকুড়ি সেচ্ছাসেবী সংগঠন !এসময় বলাকইড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ও উচ্চ বিদ্যালয়ের প্রায় চার শতাধিক শিক্ষার্থী বর্ণাঢ্য র্যালিতে অংশগ্রহন করে! অন্যান্যদের সাথে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের মেনেজিং কমিটির সভাপতি এস এম শিবলী নোমান সহ শিক্ষক শিক্ষীকাবৃন্দ।
এ বেপারে সঙ্গঠনের প্রতিষ্ঠাতা যুক্তরাষ্ট্রে অধ্যয়নতর শিক্ষার্থী প্রবাসী জনাব রিয়েল সরদার এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান বর্তমান বৈশ্বিক তাপমাত্রা দিন দিন বেড়েই চলছে, তাপমাত্রা মোকাবেলায় তার সঙ্গঠনে ক্ষুদ্র প্রয়াস এটি। তিনি বাংলাদেশকে সবুজায়ন করার লক্ষ্যে একটি শিশু একটি গাছ নিশ্চিত করার লক্ষ্যে এবং পর্যাপ্ত পরিমানে বনায়ন তৈরীতে তার এ পদক্ষেপ বাস্তবে রুপ নিবে বলে আশা প্রকাশ করেন। এছাড়াও তার পদ্মকুড়ি সেচ্ছাসেবী সংগঠন পূর্বে হতদরিদ্র মানুষ ও সাধারণ শিক্ষার্থীদের জন্য কাজ করে আসছেন।
দিবস উপলক্ষে সকাল দশ ঘটিকায় বিদ্যালয় প্রাঙ্গন থেকে র্যালি বের হয়ে প্রদিক্ষন শেষে বৃক্ষ বিতরণ কর্মসূচি পালন করেন।এসময় শিক্ষার্থীদের দেখা যায় মাথায় ক্যাপ টিশার্ট ও হাতে প্লেকার্ড নিয়ে র্যালিতে অংশগ্রহণ করে এবং প্রত্যেক শিক্ষার্থীকে একটি গাছ তুলে দেয়া হয়।