শুক্রবার, ০৭ জুন, ২০২৪
21 Nov 2024 11:09 pm
শাহ্ আলী বাচ্চু জামালপুর জেলা প্রতিনিধিঃ-জামালপুরের মেলান্দহ উপজেলার দালাল বাড়ীর গ্রামের রফিক নামের এক যুবক ৩৫ বছর ধরে ভাত না৷খেয়ে বেঁচে আছেন।আত্মীয় বা পাড়া প্রতিবেশী
কোনো অনুষ্ঠান বা আয়োজনে সে দাওয়াত খেতে গেলে তার জন্য আলাদা ব্যবস্থায় ভাতের বিকল্প হিসেবে অন্যান্য বিকল্প খাবার খেয়েই সুস্থ আছেন দীর্ঘদিন পর্যন্ত।
রফিকের পরিবার সূত্রে জানা যায়, চাল সেদ্ধ জাতীয় কোনো প্রকার খাবার খেতে পারেন না রফিক।এসব মুখে দিলে তার বমি হয়।দুই বছর বয়স পর্যন্ত মায়ের বুকের দুধ, গরুর দুধ, এসব খেয়েছেন। বয়স বাড়ার সাথে সাথে রুটির পাশাপাশি ডিম,চাউল ভাজা, মুড়ি ও ফলমূল খেতে শুরু করেন। এখন বাড়িতে রান্না করা তরকারি, চাল ভাজা ও মুড়ি তার প্রধান খাদ্য।
রফিকের প্রতিবেশী আবেদ আলী জানান,রফিক ছোটবেলা থেকে তিনি ভাত খান না।ভাতের ঘ্রাণও সহ্য করতে পারেন না। সাদা ভাত, পোলাও, জাউ, খিচুড়ি ও খুদের ভাত কখনও খাননি।অনেক চেষ্টা করেও তাকে এগুলো খাওয়ানো যায়নি।
রফিকের স্ত্রী মনোয়ারা বেগম জানান, বিয়ের আগে এ বিষয়টি আমার জানা ছিল।বিয়ের অনুষ্ঠানে তাদের বাড়িতে ভাত, পোলাও এবং বিরিয়ানি রান্না হয়েছিল। কিন্তু এসবের কিছুই তিনি খাননি।খেয়েছিলেন রুটি।তবে এ নিয়ে আমাদের সংসারে সমস্যা হয় না।
রফিক জানান, তার জীবনে কোনো দিন ভাত খাইনি।ভাতের গন্ধ তার সহ্য করতে পারে না। ভাত, পোলাও, জাউ, খিচুড়ি ও খুদের ভাত দেখলে তার বমি হয়।