মঙ্গলবার, ০৪ জুন, ২০২৪
22 Nov 2024 07:05 am
৭১ভিশন ডেস্ক:- টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলছে কানাডা ক্রিকেট দল।কিন্তু দলের কোনো ক্রিকেটারের বাড়ি কানাডা নয়। ধারে চলছে বিশ্বকাপ টিম।
গত রোববার বাংলাদেশ সময় ভোর সাড়ে ৬টায় বিশ্বকাপের নবম আসরের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় কানাডা বনাম যুক্তরাষ্ট্র। সেই ম্যাচে কানাডা ১৯৪ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়েও জয় পায়নি। হেরে যায় ৭ উইকেটে।
কানাডার সেই ম্যাচে ছিল ভারতে জন্মানো ৭ জন ক্রিকেটার। শুধু তাই নয়! প্রথম ম্যাচে কানাডা ও যুক্তরাষ্ট্রের দলের হয়ে খেলা ২২জন ক্রিকেটারের কারো জন্ম আমেরিকা বা কানাডায় নয়! দুই দলের হয়ে খেলেছেন ১০টি দেশের ক্রিকেটার।
প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্র যে ১১ জনকে মাঠে নামিয়েছিল সেই ১১ জনের মধ্যে ৬ জনের জন্ম হয় পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, কানাডা ও ভারতে। অন্যদিকে কানাডা দলে যে ১১ জন ছিল তারা ছিলেন ৬টি দেশে জন্মানো ক্রিকেটার।
অবাক করা ঘটনা হলো- যুক্তরাষ্ট্রের দলে কানাডার ক্রিকেটার থাকলেও কানাডার দলে তাদের দেশে জন্মানো কোনও ক্রিকেটার নেই।