সোমবার, ০৩ জুন, ২০২৪
25 Nov 2024 09:19 am
৭১ভিশন ডেস্ক:- বিরোধপূর্ণ ৩টি দ্বীপ নিয়ে বক্তব্য দেয়ায় তেহরানে নিযুক্ত চীনা রাষ্ট্রদূতকে তলব করেছে ইরান। রোববার (২ জুন) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় তাকে তলব করেছে বলে জানা গেছে।
ইরানের স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
আবু মুসা, গ্রেটার ও লেসার তুনব নামের ওই দ্বীপ তিনটির মালিকানা দাবি করে ইরান ও আমিরাত। কিন্তু ১৯৭১ সাল থেকে দ্বীপগুলো ইরানের দখলে রয়েছে।
এর কিছু দিন পর ব্রিটেনের কাছ থেকে সাতটি উপসাগরীয় রাজ্য স্বাধীনতা লাভ করে এবং সংযুক্ত আরব আমিরাত গঠন করে। আমিরাত এখন যুক্তরাষ্ট্রের মিত্র।
আরও পড়ুন: ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের লড়াইয়ে ফের আহমাদিনেজাদ
ইরানি সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, আমিরাত ও চীনের যৌথ বিবৃতিতে যে ভিত্তিহীন দাবি করা হয়েছে সেটির প্রতি চীনা সমর্থনের প্রতিবাদ তেহরানের চীনা রাষ্ট্রদূতকে জানানো হয়েছে।
যদিও গত এক দশক ধরে ইরানের অন্যতম বৃহৎ বাণিজ্যিক অংশীদার চীন।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয় দ্বীপ তিনটি যে ইরানি ভূখণ্ডের অংশ, তা জোর দিয়ে তুলে ধরেছে। ইরান আশা করে চীন এই বিষয়ে নিজের অবস্থান ‘সংশোধন’ করবে।