রবিবার, ০২ জুন, ২০২৪
22 Nov 2024 05:39 am
বগুড়া প্রতিনিধি:-বাংলাদেশী মেধাবী শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার সুযোগ দিতে এবার বগুড়ায় আসছে ভারতের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের র্যাংকিং এ শীর্ষে থাকা পাঞ্জাবের চন্ডিগড় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতিনিধি দল।বগুড়ায় অবস্থানকালে তিন দিনব্যাপী ক্যাম্পেইনে যেখানে সরাসরি শিক্ষার্থীদের বিভিন্ন মেয়াদে স্কলারশিপে মিলবে ভর্তির সুযোগ।যা গত সপ্তাহে সোশ্যাল মিডিয়ায় ভিডিও বার্তার মাধ্যমে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিনিয়র ব্যবস্থাপক (আন্তর্জাতিক সম্পর্ক) ভাস্কর রায়।
তিন দিনব্যাপী এই ভর্তি ক্যাম্পেইনের আয়োজন করেছে বগুড়া ভিত্তিক উচ্চশিক্ষা সহায়তাকারী প্রতিষ্ঠান এব্রএসিস্ট ইডুকেশন।
প্রতিষ্ঠানটি স্বত্বাধিকারী পিয়াল চক্রবর্তী জানান, প্রতিবছর বাংলাদেশ থেকে হাজারো শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য পৃথিবীর বিভিন্ন প্রান্তে পাড়ি জমায়। অথচ আমাদের পার্শ্ববর্তী বন্ধুদেশ ভারতে উচ্চশিক্ষা গ্রহণের এক অপার সম্ভাবনা সৃষ্টি করেছে দুই দেশের সরকার যেখানে ভারত সেরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা বিভিন্ন মেয়াদের স্কলারশিপে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ পাচ্ছেন।শুধু তাই নয় পড়াশোনা শেষে যোগ্যতা অনুযায়ী চাকরিরও নিশ্চয়তা রয়েছে ভারতে।কিন্তু দেশব্যাপী বিভিন্ন চক্রের পাল্লায় পড়ে নানা সময় খবরের কাগজে উঠে আসে শিক্ষার্থীদের প্রতারিত হওয়ার নিদারুণ কষ্টের গল্প।সেই চিন্তা থেকে তাদের প্রতিষ্ঠানের মাধ্যমে তারা সরাসরি ভারতের বেসরকারি বিশ্ববিদ্যালয় র্যাংকিং এ শীর্ষে থাকা পাঞ্জাবের চন্ডিগড় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেন এবং বাংলাদেশী শিক্ষার্থীদের উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহের কথা তুলে ধরেন।তাদের প্রস্তাব অনুযায়ী দীর্ঘ প্রচেষ্টার পর চন্ডিগড় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের একটি প্রতিনিধি দল তিন দিনের জন্য বগুড়ায় আসতে রাজি হয়েছেন।বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিনিয়র ব্যবস্থাপক ভাস্কর রায়ের নেতৃত্বে বগুড়ায় অবস্থানকালে তারা সরাসরি শিক্ষার্থীদের শিক্ষাগত যোগ্যতার সনদপত্র যাচাই এবং ব্যক্তিগত সাক্ষাৎকার গ্রহণ শেষে যোগ্যতা অনুযায়ী বিভিন্ন মেয়াদে স্কলারশিপের ব্যবস্থা করে ভর্তির সুযোগ প্রদান করবেন যেখানে কোন মধ্যস্থতাকারী থাকবে না।
শিক্ষার্থীরা চন্ডিগড় বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং,ম্যানেজমেন্ট,কমার্স,আর্টস,ট্যুরিজম এন্ড হসপিটালিটি, ফার্মাসিউটিক্যাল সায়েন্স,আইন, মিডিয়া স্টাডিস,ডিজাইন,এপ্লাইড হেলথ সায়েন্সসহ বিভিন্ন বিষয়ে ব্যাচেলর,মাস্টার্স ও পিএইচডি কোর্সে ভর্তির সুযোগ পাবেন।
পিয়াল চক্রবর্তী আরো জানান, রবিবার ২ জুন বগুড়া শহরের মফিজ পাগলা মোড়ে হোটেল রোচাস ও রেস্টুরেন্টের ৩য় তলা অডিটোরিয়ামে সকাল ১০টা থেকে ৪টি ধাপে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ভারতে উচ্চ শিক্ষা গ্রহণ সংক্রান্ত সেমিনার অনুষ্ঠিত হবে।একই সাথে চন্ডিগড় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের ভর্তি নিশ্চিতে সাক্ষাৎকার গ্রহণ এবং সনদপত্র যাচাই শেষে অনুষ্ঠান স্থলেই তাদের সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত স্কলারশিপের মাপকাঠি নির্ধারণ করে ভর্তির সুযোগ নিশ্চিত করবেন যেখানে শতাধিক শিক্ষার্থীকে এই সুযোগ দেয়া হবে। এর পরে ৩ ও ৪ জুন এই দুইদিন সকাল দশটা থেকে বিকেল ৫টা পর্যন্ত শহরে জলেশ্বরীতলা (প্রি ক্যাডেট পার্শ্বে) ৩য় তলায় তাদের প্রতিষ্ঠান এব্রএসিস্ট ইডুকেশনে এই ভর্তি ক্যাম্পেইন চলবে যেখানে শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা সরাসরি এসে উচ্চশিক্ষা গ্রহণে এই বিশ্ববিদ্যালয় ভর্তির বিষয়ে কর্তৃপক্ষের সাথে কথা বলতে পারবেন।