বুধবার, ২৯ মে, ২০২৪
25 Nov 2024 06:13 am
॥ শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি ॥
বগুড়ার শাজাহানপুর উপজেলা নির্বাচনে প্রার্থীর নির্বাচনী বুথ থেকে শেরপুর পৌরসভার কাউন্সিলর শুভ ইমরান কে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৯ মে) সকালে উপজেলার আড়িয়া ইউনিয়নের বামুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে থেকে তাকে আটক করা হয়। আটক শুভ ইমরান বগুড়ার শেরপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। তিনি শাজাহানপুর উপজেলা নির্বাচনে আনারস মার্কার প্রার্থী ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাজেদুর রহমান শাহীনের অনুসারী হয়ে কেন্দ্রে কাজ করছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও শাজাহানপুরের সহকারী কমিশানার (ভূমি) জান্নাতুল নাইম। তিনি বলেন, শুভ ইমারন বহিরাগত হওয়ায় তাকে আটক করা হয়েছে। বাহিরের কেউ কেন্দ্রের আশপাশে থাকার সুযোগ নেই। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেয়া হবে।
আজ বুধবার শাজাহানপুর উপজেলা পরিষদ নির্বাচনে সকাল ৮টা থেকে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ শুরু হয়; বিরতিহীনভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত।
উপজেলার ৭২টি কেন্দ্রে ২ লাখ ২৯ হাজার ৮১৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। শাজাহানপুরে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।