বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪
23 Nov 2024 10:53 pm
৭১ভিশন ডেস্ক:- দুই বছর পরের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের ভেন্যুর নাম ঘোষণা করেছে উয়েফা। ইউরোপ সেরা ক্লাব প্রতিযোগিতার ২০২৬ সালের শিরোপা নির্ধারণী ম্যাচটি হবে হাঙ্গেরির বুদাপেস্টের পুস্কাস অ্যারেনায়।
আয়ারল্যান্ডের ডাবলিনে বুধবার নির্বাহী কমিটির বৈঠকের পর এই ঘোষণা দেয় ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা।
উয়েফা বিবৃতিতে জানিয়েছে, ইতালিয়ান ফুটবল ফেডারেশন মিলানের সান সিরো স্টেডিয়ামের সংস্কার পরিকল্পনার তথ্য জমা দেওয়ার ভিত্তিতে ২০২৭ সালের ফাইনালের ভেন্যু নিয়ে সিদ্ধান্ত সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত রাখা হয়েছে।
২০২৬ উইমেন’স চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল হবে নরওয়ের ওল্লেভাল স্টেডিয়ামে।
জার্মানির ফ্রাঙ্কফুর্টে হবে ২০২৭ ইউরোপা লিগের ফাইনাল। আর ২০২৬ ইউরোপা কনফারেন্সের লিগের ফাইনাল মাঠে গড়াবে লাইপজিগের আরবি অ্যারেনায়।
আর ইস্তানবুলের বেসিকতাস পার্কে হবে ২০২৬ ইউরোপা লিগ ও ২০২৭ ইউরোপা কনফারেন্স লিগের ফাইনাল।