মঙ্গলবার, ২১ মে, ২০২৪
22 Nov 2024 03:19 pm
মন্ত্রিসভায় এপোস্টল কনভেনশন স্বাক্ষরের অনুমোদন দেওয়া হয়েছে। আন্তর্জাতিক এ কনভেনশনে স্বাক্ষর সম্পাদন হলে বিদেশে যাওয়ার ক্ষেত্রে নানা ধরনের সনদ, দলিল,হলফনামার মতো প্রয়োজনীয় কাগজ ভবিষ্যতে বাংলাদেশে যথাযথভাবে সত্যায়ন করা হলে বিদেশে তা আবার সত্যায়িত করতে হবে না।এতে করে বছরে সাশ্রয় হবে প্রায় ৫০০ কোটি টাকা।
সোমবার (২০ মে) বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় নিজ মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা জানান।
মন্ত্রী বলেন,এ প্রস্তাবটি সোমবার মন্ত্রিসভায় পাস হয়েছে।অত্যন্ত গুরুত্বপূর্ণ এ সিদ্ধান্ত আজ মন্ত্রিসভা দিয়েছে। এটি কার্যকর হলে শিক্ষার্থী, অভিবাসী, কর্মী,পারিবারিক পুনর্মিলন প্রত্যাশীসহ বিদেশে যাওয়ার ক্ষেত্রে নানা ধরনের সনদ, দলিল,হলফনামার মতো প্রয়োজনীয় কাগজ ভবিষ্যতে বাংলাদেশে যথাযথভাবে সত্যায়ন করা হলে বিদেশে তা আবার সত্যায়িত করতে হবে না।
ড. হাছান ব্যাখ্যা করে বলেন, বাংলাদেশে সব দেশের দূতাবাস নেই। ৯০টি দেশের দূতাবাস রয়েছে দিল্লিতে।সেখান থেকে সত্যায়ন করে আনতে আবার ভারতের ভিসা লাগে।এ সবের জন্য যে অর্থ, সময় ও পরিশ্রম ব্যয় হয়, এ কনভেনশনে যুক্ত হলে তা বেঁচে যাবে, বছরে ৪০০ থেকে ৫০০ কোটি টাকা সাশ্রয় হবে।
এটি কার্যকর হতে প্রায় ৬ মাস লাগবে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এপোস্টল কনভেনশনে যুক্ত হতে এর ১২৬টি সদস্য রাষ্ট্রকে অবহিত করতে হয়, কিছু আনুষ্ঠানিকতা রয়েছে।
ডেইলি-বাংলাদেশ