মঙ্গলবার, ২১ মে, ২০২৪
22 Nov 2024 03:34 pm
৭১ভিশন ডেস্ক:- বঙ্গোপসাগরে সৃষ্টি হচ্ছে লঘুচাপ। এটি আরও ঘণিভূত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
এ অবস্থায় সোমবার (২০ মে) রাতে দেয়া সতর্কবার্তায় ঢাকাসহ ৫ বিভাগ ও অন্যান্য জেলার ওপর দিয়ে সকাল সাড়ে ৯টার মধ্যে ঝড় বয়ে যাওয়ার তথ্য জানানো হয়েছে।
নদীবন্দরের জন্য দেয়া সতর্কবার্তায় বলা হয়, ঢাকাসহ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগ এবং পাবনা, বগুড়া, টাঙ্গাইল, যশোর, কুষ্টিয়া ও ফরিদপুর জেলার ওপর দিয়ে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড় বয়ে যেতে পারে।
এছাড়া অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নৌবন্দরসমূহকে ১ নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে।