মঙ্গলবার, ২১ মে, ২০২৪
23 Nov 2024 04:42 pm
৭১ভিশন ডেস্ক:- গত মৌসুমের মতো অতটা দাপুটে পারফরম্যান্স এবার দেখাতে পারেননি আর্লিং হলান্ড। তবে আরও একবার ইংলিশ প্রিমিয়ার লিগের সর্বোচ্চ গোলদাতা ঠিকই হয়েছেন তিনি। টানা দ্বিতীয়বারের মতো গোল্ডেন বুট জিতে গর্বিত ম্যানচেস্টার সিটির এই তারকা।
শেষ রাউন্ডে রোববার ওয়েস্ট হ্যাম ইউনাইটেডকে ৩-১ গোলে হারিয়ে প্রথম দল হিসেবে টানা চতুর্থবারের মতো প্রিমিয়ার লিগের শিরোপা ঘরে তোলে পেপ গুয়ার্দিওলার দল সিটি।
গত মৌসুমে ইংলিশ ফুটবলে অভিষেকেই গোলের জোয়ার বইয়ে দিয়ে আলোড়ন ফেলেন হলান্ড। ৩৫ ম্যাচে ৩৬ গোল করে ভেঙে দেন ৩৮ ম্যাচের লিগে সর্বোচ্চ গোলের রেকর্ড।
এবারের মৌসুমে লিগে ৩১ ম্যাচে তার গোল ২৭টি। যদিও অনেকটা ব্যবধানে এগিয়ে থেকেই সর্বোচ্চ গোলদাতা হয়েছেন সিটির স্ট্রাইকার। দ্বিতীয় স্থানে থাকা চেলসির কোল পালমারের গোল ২২টি। এবার লিগে সিটির হয়ে একটি ম্যাচ খেলার পর গত সেপ্টেম্বরে চেলসিতে যোগ দেন এই ইংলিশ উইঙ্গার।
গোল্ডেন বুট হাতে পেয়ে সোমবার সামাজিক মাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেন ২৩ বছর বয়সী হলান্ড।
“আবারও গোল্ডেন বুট জিতে খুবই সম্মানিত বোধ করছি। আপনাদের সীমাহীন সমর্থনের জন্য ধন্যবাদ।”
কয়েক ম্যাচে নিজের ছায়া হয়ে থাকায় এবার সমালোচনার মুখেও পড়েন হলান্ড। মাঠের অন্যান্য অংশে কখনই তেমন কার্যকর না হওয়ায়, তাকে ইংলিশ লিগ টু (ইংলিশ ফুটবলের চতুর্থ স্তর) মানের খেলোয়াড় বলে মন্তব্য করেন ম্যানচেস্টার ইউনাইটেড গ্রেট রয় কিন। সেটির জবাব দিয়ে সিটি কোচ গুয়ার্দিওলা বলেন, বিশ্বের সেরা স্ট্রাইকার এখন হলান্ড।