মঙ্গলবার, ২১ মে, ২০২৪
21 Jul 2025 03:25 pm
![]() |
৭১ভিশন ডেস্ক:- ইরানে হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার পরও প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সঙ্গী এক আরোহী বেঁচে ছিলেন। তিনি এক ঘণ্টার মতো মৃত্যুর সঙ্গে লড়াই করেন।এ সময় ইরানি কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টাও করেন তিনি। খবর বিবিসির।
জানা যাচ্ছে, ওই ব্যক্তির নাম মোহাম্মদ আলি আল-এ হাশেম। তিনি তাবরিজের শুক্রবারের ইমাম ছিলেন।
ইরানের ক্রাইসিস ম্যানেজম্যান্ট এজেন্সি বলছে, প্রেসিডেন্টের কার্যালয়ের সঙ্গে এক ব্যক্তি যোগাযোগের চেষ্টা করেছিলেন। তার একটি ‘অস্পষ্ট ফোন কলে’ দুর্ঘটনার খবরটি জানেন কর্মকর্তারা। এখন জানা যাচ্ছে, মোহাম্মদ আলি আল-এ হাশেমই ছিলেন ওই ব্যক্তি।
হাশেম দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির প্রতিনিধি ছিলেন। পূর্ব আজারবাইজানে তিনি সম্মানিত ছিলেন।
ইরানের ক্রাইসিস ম্যানেজম্যান্ট এজেন্সির প্রধান মোহাম্মদ নামি বলেন, হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার পর আল-হাশেম এক ঘণ্টার মতো বেঁচে ছিলেন। এমনকি তিনি প্রেসিডেন্টের দপ্তরের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলেন।
এ সূত্র হেলিকপ্টারটি বিধ্বস্ত এবং তৎপরবর্তী ঘটনাপ্রবাহ জানতে সাহায্য করবে বলে মনে করছেন বিশ্লেষকরা।