সোমবার, ২০ মে, ২০২৪
03 Dec 2024 10:57 pm
শাহ্ আলী আলী বাচ্চু জামালপুর সংবাদদাতাঃ-জামালপুর সদর উপজেলার ঘোড়াধাপ ইউনিয়নের ইদিলপুর দাখিল মাদ্রাসা সুপার আল-আমিন এবং মাম্যানেজিং কমিটির সভাপতি আনছার এর বিরুদ্ধে অবৈধ নিয়োগ বানিজ্যের অভিযোগ উঠেছে।
এলাকাবাসীর পক্ষে মোঃ মোবারক বাদী হয়ে সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, সংসদ সদস্য জামালপুর ১৪২ (৫) আবুল কালাম আজাদ বরাবর অভিযোগ করার পর তাঁর নির্দেশে মাধ্যমিক শিক্ষা অফিসারের তদন্ত সাপেক্ষে ইদিলপুর দাখিল মাদ্রাসার নিয়োগ স্থগিত রাখা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট শিক্ষকগন ।
স্থানীয়রা জানান,মাদ্রাসা সুপার আল-আমিন ছাত্র জীবনে শিবির করত এবং পরবর্তীতে জামাত শিবিরের নেতা পরিচয় দিয়ে উক্ত শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি নেয় । প্রায় ১০-১২ বছর ধরে সে যা ইচ্ছা তাই করে আসছে।
অত্র মাদ্রাসার সুপার আল-আমিন এর সাথে মুঠো ফোন কলের মাধ্যমে এ বিষয়ে জানতে চাইলে কোন বক্তব্য দিতে রাজি হননি তিনি।
এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন জামালপুর জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সানোয়ার হোসেন ।