বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪
07 Apr 2025 07:59 pm
![]() |
বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণার পর থেকেই শুরু হয়েছে নানান আলোচনা-সমালোচনা। তবে সবকিছুকে পাশে রেখে টাইগারদের বুকভরা সাহস দিয়েছে সাবেক সফল অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা।
ছবি- মাশরাফীর ফেসবুক থেকে নেয়া
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বুধবার বাংলাদেশের আনুষ্ঠানিক ফটোসেশনের ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘সাহস সবসময় গর্জন করে না, শুধু দিন শেষে শান্ত কন্ঠস্বরে বলে, আগামীকাল চেস্টা করব। Go and kill it champs। সব সময় শুভকামনা আমার প্রানের দেশ, প্রানের দলের প্রতি। বাংলাদেশ।’ সেই সঙ্গে বাংলাদেশের পতাকার ইমোজি এবং বিজয়ের চিহ্নও জুড়ে দিয়েছেন ম্যাশ।
উল্লেখ্য, আগামী ১ জুন থেকে শুরু হবে টি-২০ বিশ্বকাপের নবম আসর। আর ৮ জুন নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ দল। আসরে তাদের প্রথম ম্যাচের প্রতিপক্ষ শ্রীলংকা।