মঙ্গলবার, ১৪ মে, ২০২৪
21 Jul 2025 02:24 pm
![]() |
৭১ভিশন ডেস্ক:- নিজেদের গুছিয়ে নিতে একটু সময় নিল বার্সেলোনা।সে সময়টায় রাজত্ব করল রিয়াল সোসিয়েদাদ।তবে মাঝমাঠের নিয়ন্ত্রণ নেওয়ার পর প্রতিপক্ষকে আর তেমন কোনো সুযোগ দিল না শাভি এর্নান্দেসের দল।গোছানো ফুটবলে সোসিয়েদাদকে হারিয়ে ফিরল দুই নম্বরে।
লা লিগার ম্যাচে সোমবার রাতে ২-০ গোলে জিতেছে বার্সেলোনা।
চমৎকার ফিনিশিংয়ে লামিনে ইয়ামাল দলকে এগিয়ে নেওয়ার পর ম্যাচের যোগ করা সময়ে সফল স্পট কিকে ব্যবধান দ্বিগুণ করেন রাফিনিয়া।