সোমবার, ১৩ মে, ২০২৪
22 Nov 2024 02:18 pm
৭১ভিশন ডেস্ক:- মোহাম্মদ রিজওয়ান ও ফখর জামানের রেকর্ড জুটিতে আয়ারল্যান্ডকে দ্বিতীয় টি-টোয়েন্টিতে হারালো পাকিস্তান। ১৯ বল হাতে রেখে ৭ উইকেটে জিতে তিন ম্যাচের সিরিজে ১-১ সমতা ফেরালো তারা।
প্রথম ১০ বলের মধ্যে ১৩ রানে সাইম আইয়ুব ও বাবর আজম প্যাভিলিয়নে ফেরেন।তারপর আর পেছনে তাকাতে হয়নি পাকিস্তানকে। রিজওয়ান ও ফখরের ৭৮ বলে ১৪০ রানের জুটিতে তাদের সহজ জয়ের ভিত তৈরি হয়। পাকিস্তানের টি-টোয়েন্টি ক্রিকেটে তৃতীয় উইকেটের জুটিতে এই রানই সর্বোচ্চ।আগের রেকর্ড জুটিতেও ছিলেন রিজওয়ান, অন্য প্রান্তে ছিলেন হায়দার আলী।
৪০ বলে ছয়টি করে চার ও ছয়ে ৭৮ রানের সেরা ইনিংস খেলে আউট হন ফখর। তার বিদায়ের পর মাঠে নেমে আজম খান ছোটখাটো তাণ্ডব চালান।রিজওয়ানের সঙ্গে তার ১৫ বলে ৪০ রানের অবিচ্ছিন্ন জুটি ছিল, এই সময়ে আজম ১ চার ও ৪ ছয়ে ৩০ রানে অপরাজিত ছিলেন।৪৬ বলে ৬ চার ও ৪ ছয়ে ৭৫ রানে টিকে ছিলেন রিজওয়ান। ম্যাচসেরাও হয়েছেন তিনি।
৩ উইকেটে ১৯৫ রানের সংগ্রহ দাঁড় করায় পাকিস্তান।
এর আগে আয়ারল্যান্ড ৭ উইকেটে ১৯৩ রান করে। চতুর্থ ওভারে শুরুতেই শাহীন শাহ আফ্রিদির জোড়া আঘাতে থামেন অ্যান্ডি বালবির্নি (১৬) ও পল স্টার্লিং (১১)। চ্যালেঞ্জিং স্কোর সংগ্রহে দলে অবদান রাখেন লরকান টাকার। ৩৪ বলে ৫ চার ও ২ ছয়ের মার ছিল তার ৫১ রানের ইনিংসে।
পরে হ্যারি টেক্টর (৩২), কুর্টিস ক্যাম্ফার (২২) ও গ্যারেথ ডিলানির অপরাজিত ২৮ রানের সুবাদে প্রায় দুইশ রানের ঘরে পৌঁছায় আইরিশরা। কিন্তু রিজওয়ান ও ফখরের ঝড়ো জুটি তাদের প্রচেষ্টা মাটি করে দেয়।