সোমবার, ১৩ মে, ২০২৪
25 Nov 2024 07:11 am
৭১ভিশন ডেস্ক:- ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ভিমরুলের কামড় খেয়ে ১২ জন দখলদার ইসরায়েলি সেনা আহত হয়েছে।এদের মধ্যে ১০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গত শুক্রবার (১০ মে) উপত্যকাটির দক্ষিণে নিরিম সীমান্তের কাছে এ ঘটনা ঘটে বলে ইসরায়েলি সেনাদের বরাত দিয়ে জানিয়েছে সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল।
প্রতিবেদনে বলা হয়, অভিযান চালানোর সময় একটি ট্যাংক ভিমরুলের আবাসস্থলে আঘাত হানে।এসময় ক্ষুব্ধ হয়ে ভিমরুলের দল ইসরায়েলি সেনাদের কামড়ানো শুরু করে।
তেল আবিবের শেবা মেডিকেল সেন্টারের পক্ষ থেকে বলা হয়, তাদের কাছে ১০ ইসরায়েলি সেনা ভর্তি হয়েছেন।এদের মধ্যে একজনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। বাকিদের অবস্থা আশঙ্কামুক্ত রয়েছে।
গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। প্রায় সাত মাস ধরে চলা এই হামলায় এখন পর্যন্ত ৩৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু।